মার্কিন জ্বালানি মন্ত্রীর ভারত সফর বাতিল
ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমবর্ধমান কূটনৈতিক বিরোধের জেরে এবার ভারত সফর বাতিল করলেন যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রী আরনেস্ট মনিজ। খবর ফক্স নিউজর। আগামী সপ্তাহে মনিজের ভারত সফরের কথা ছিল। তবে বুধবার সেই সফর বাতিল করা হয়। শ্রমিক আইন লংঘন ও ভিসা জালিয়াতের দায়ে নিউইয়র্কে ভারতের ডেপুটি কনসাল জেনারেল দেবযানী খোবরাগাড়েকে রাস্তা থেকে হাতকড়া পরিয়ে গ্রেফতার (১৩ ডিসেম্বর), বিবস্ত্র করে তল্লাশি ও নেশাখোরদের সঙ্গে হাজতখানায় রাখার ঘটনায় সম্প্রতি দুই দেশের সম্পর্কে নজিরবিহীন টানাপড়েন সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দুঃখপ্রকাশ না করা এবং বিচার চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়ার পর ভারতও নড়েচড়ে বসেছে। এ পরিস্থিতিতে ভারত সফর বাতিল করলেন যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রী। মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, পরবর্তী সফরের জন্য আমরা ভারতীয় প্রতিপক্ষের সঙ্গে আলোচনা চালাচ্ছি এবং ভবিষ্যতে সুবিধাজনক সময়ে আলোচনার জন্য সম্মত হয়েছি। নয়াদিল্লিতে আমেরিকান ক্লাবে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করার জন্য ভারতের উদ্যোগের পরপরই যুক্তরাষ্ট্র পাল্টা এই পদক্ষেপ নিল। ভারতের দাবি, আমেরিকান ক্লাবে বছরে ১৩ হাজার ডলারের বিনিময়ে যে কেউ সদস্য হতে পারে, যা ভিয়েনা কনভেনশনের লংঘন। ভারত তার বিচার স্থগিত রাখার দাবি জানালেও মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় তা নাকচ করে দিয়েছে। অভিযোগ প্রমাণিত হলে দেবযানীর ১০ বছরের কারাদণ্ড হতে পারে।
No comments