বাজারে এমএসআই মাদারবোর্ড
সম্প্রতি বাজারে এসেছে এমএসআই ব্রান্ডের বি৭৫ এমএ-পি৪৫ মডেলের দ্বিতীয় ও
তৃতীয় প্রজন্মের প্রসেসর সমর্থিত মাদারবোর্ড। এলজিএ১১৫৫ সকেটযুক্ত
মাদারবোর্ডটি ৩২ গিগাবাইট পর্যন্ত র্যাম ও কোরআই ৭ পর্যন্ত প্রসেসর সমর্থন
করে।
এতে রয়েছে ৪টি ডিডিআর থ্রি র্যাম সংযোজনের জন্য স্বতন্ত্র ডিআইএমএম
সকেট, সলিড ক্যাপাসিটর এবং মেলেটারি ক্লাস থ্রি কমপোনেন্ট যা মাদারবোর্ডের
ক্ষমতা ও দীর্ঘস্থায়িত্ব বাড়ায়।দেশের বাজারে এ মাদারবোর্ডটির দাম পড়বে ছয় হাজার ৭০০ টাকা। মাদারবোর্ডটি বাজারে এনেছে কম্পিউটার সোর্স।
No comments