সিলেটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের ৮ জনসহ নিহত ১৩ by সাব্বির আহমেদ
ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণ সুরমা উপজেলার তেঁতলি এলাকায়
বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৮ জনসহ ১৩ জন নিহত ও ১৫ জন
আহত হয়েছেন। নিহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী বলে জানা গেছে। তাদের বাড়ি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কামাল বাজার এলাকায়।
এ পরিচয়গুলো বাংলানিউজকে নিশ্চিত করেছেন নিহত ওয়ারিস মিয়ার ভাতিজা রফিক মিয়া।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো: আইয়ুব বাংলানিউজকে জানান, দুর্ঘটনায় এ পর্যন্ত ১৩ জন নিহত হয়েছেন। তারা সবাই মাইক্রোবাসের যাত্রী এবং সিলেটের বাসিন্দা। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান তিনি।
আহতদের কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানি মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, এ সড়ক দুর্ঘটনায় ১৫ জন আহত হয়েছেন এদের কয়েকজনের অবস্থা গুরুতর।
সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া গ্রামীণ পরিবহনের সঙ্গে বিপরীতদিক থেকে আসা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
সকাল ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১২ জনের লাশ ঘটনাস্থলেই রয়েছে এবং ১ জনের লাশ সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
No comments