শিক্ষিত দানব নয় আলোকিত মানব চাইঃ রাশেদা
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বলেছেন, ‘‘তথাকথিত শিক্ষিত দানব নয় আমরা আলোকিত মানব চাই। শিক্ষিত সবাই হলেও আমরা আলোকিত মানুষ তৈরি করতে পারছি না। এ জন্য শিক্ষাক্ষেত্রে বিনিয়োগ বাড়াতে হবে।’’
শুক্রবার বিশ্বশিক্ষক দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র( টিএসসি) মিলানায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
এমপিওভুক্তির দাবিতে আন্দোলনরত শিক্ষদের ওপর পুলিশের ন্যক্কারজনক হামলার ঘটনায় নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘‘পুলিশ, র্যাব প্রাইমারি শিক্ষদের ওপর হামলা করার আগে কি একবারও ভাবেনা তাদের বর্তমানের অবস্থানের পেছনে এই প্রাইমারি শিক্ষদের অবদান সবচেয়ে বেশি।’’
পদ্মা সেতুর চেয়েও বর্তমানে শিক্ষাক্ষেত্রে বিনিয়োগ করা সবচেয়ে বেশি প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. কাজী ফারুক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আখতারুজ্জামান ও বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি ড. আজিজুল হকসহ প্রায় দেড় শতাধিক শিক্ষক। অনুষ্ঠানে পাঁচজন কৃতী শিক্ষকে পুরস্কৃত করা হয়। এর আগে বিশ্ব শিক্ষক দিবস জাতীয় উদযাপন কমিটি একটি শোভাযাত্রা বের করে।
No comments