নিশি কন্যা
নিশি কন্যা হিসেবেই পরিচিত ফারাহ রুমা। তবে যেন তেন নয়, উচ্চ শ্রেণীর নিশি কন্যা কিংবা পতিতা হিসেবে কাজ করে থাকেন তিনি। বিষয়টি সাধারণ মানুষ থেকে আড়ালে থাকলেও সমাজের উঁচু শ্রেণীর কাছে বেশ আলোচিত তিনি।
তবে এমন কাজ করতে গিয়ে হঠাৎই তিনি স্বীকার হন বিভিন্ন অনাকাঙিক্ষত ঘটনার। বিশেষ করে একজন যুবক তাকে ব্যবহার করতে থাকে প্রতিনিয়ত। এমন ভিন্নধর্মী চরিত্রেই সমপ্রতি একটি নাটকে অভিনয় করলেন টিভি পর্দার জনপ্রিয় অভিনেত্রী ফারাহ রুমা।
নাটকের নাম ‘যে পথে কেউ নেই’। আশরাফ আলভীর রচনায় নাটকটি পরিচালনা করেছেন রাশেদ রাহা। নাটকে ফারাহ রুমা ছাড়াও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার ও সোয়েব। অতিথি চরিত্রে দেখা যাবে তুষার খানকে। সমপ্রতি ধানমন্ডিসহ ঢাকার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং শেষ হয়েছে। আসছে ঈদেই কোন একটি বেসরকারি চ্যানেলে এটি প্রচার হওয়ার কথা রয়েছে। এ নাটকে ফারাহ রুমা অভিনয় করেছেন মিত্রা চরিত্রে। নাটকের কাহিনীতে দেখা যাবে উচ্চশ্রেণীর নিশি কন্যা কিংবা পতিতা হিসেবে কাজ করেন তিনি। একটা সময় এভাবে কাজ করতে করতে তার সঙ্গে পরিচয় হয় দিনারের। ফারাহ রুমাকে ব্যবহার করে নিজের সার্থ হাসিল করতে থাকেন দিনার। এরপরই ঘটনা মোড় নেয় অন্যদিকে। এই নাটকে অভিনয় করা প্রসঙ্গে ফারাহ রুমা বলেন, অনেক ভাল লেগেছে এমন একটি ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে। এ ধরনের চরিত্রে এর আগে আমার অভিনয় করা হয়নি।
No comments