উপন্যাসের নায়িকা হয়ে ফিরছেন ঐশ্বরিয়া
অবেশেষে ঐশ্বরিয়াভক্তদের সব অপেক্ষা আর জল্পনা-কল্পনার অবসান ঘটতে চলেছে। দীর্ঘ দেড় বছর পর অভিনয়ে ফিরছেন ঐশ্বরিয়া। মাতৃত্বজনিত কারণে এই অভিনয়-বিরতিতে ছিলেন তিনি।
এবারও তিনি ফিরছেন তার প্রিয় পরিচালক মনিরত্নমের হাত ধরেই। তার চরিত্রটিও অন্যরকম। এবার একটি বিশ্বখ্যাত উপন্যাসের নায়িকা হিসেবে পর্দায় আসবেন তিনি।
১৯৩৮ সালে লেখা ডাফনে ডু মুরিয়ের উপন্যাস `রেবেকা` নিয়ে ছবি করছেন মনিরত্নম। এই ছবিতে প্রধান চরিত্র মিসেস দি উইন্টারের ভূমিকায় অভিনয় করবেন ঐশ্বরিয়া।
ভিক্টোরীয় প্রেক্ষাপটে সদ্যবিবাহিত এক নারীর জীবনকাহিনী রেবেকা। হাউসমেডের কাছ থেকে ক্রমাগত স্বামীর প্রথম স্ত্রীর সঙ্গে তুলনা শুনতে শুনতেই মিসেস উইন্টার একদিন আবিষ্কার করেন স্বামীর ভালোবাসা। এ কাহিনিকেই একুশ শতকের ভারতীয় প্রেক্ষাপটে চিত্রনাট্য তৈরির কাজে ব্যস্ত মনিরত্নম।
মনিরত্নমের ছবি `ইরুভার` দিয়েই ১৯৯৭ সালে কেরিয়ার শুরু করেছিলেন ঐশ্বরিয়া। মাতৃত্বকালীন বিরতিতে যাওয়ার আগে তার শেষ ছবি `রাবণ`ও ছিল মনির পরিচালনায়।
ভিক্টোরীয় প্রেক্ষাপটে সদ্যবিবাহিত এক নারীর জীবনকাহিনী রেবেকা। হাউসমেডের কাছ থেকে ক্রমাগত স্বামীর প্রথম স্ত্রীর সঙ্গে তুলনা শুনতে শুনতেই মিসেস উইন্টার একদিন আবিষ্কার করেন স্বামীর ভালোবাসা। এ কাহিনিকেই একুশ শতকের ভারতীয় প্রেক্ষাপটে চিত্রনাট্য তৈরির কাজে ব্যস্ত মনিরত্নম।
মনিরত্নমের ছবি `ইরুভার` দিয়েই ১৯৯৭ সালে কেরিয়ার শুরু করেছিলেন ঐশ্বরিয়া। মাতৃত্বকালীন বিরতিতে যাওয়ার আগে তার শেষ ছবি `রাবণ`ও ছিল মনির পরিচালনায়।
No comments