কাতারে আগুন লাগার ঘটনায় ১৯ জনের মৃত্যু (ভিডিও)

কাতারের রাজধানী দোহার ভিলাগিও শপিং মল ও বিনোদনকেন্দ্রে গতকাল সোমবার আগুন লাগার ঘটনায় ১৩ শিশুসহ ১৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ১৭ জন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল-জাজিরা টেলিভিশনের অনলাইনে প্রকাশিত খবরে এ তথ্য জানানো হয়।


স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, নিহত ১৩ জন শিশুর মধ্যে চারজন স্পেনের, তিনজন নিউজিল্যান্ডের ও একজন ফ্রান্সের। অন্যরা জাপান, ফিলিপাইন, দক্ষিণ আফ্রিকা ও বিভিন্ন আরব দেশের। এর মধ্যে কাতারের কোনো শিশু ছিল না বলে জানা গেছে। এ ঘটনায় চারজন নারী শিক্ষক ও দুজন দমকল কর্মীও মারা গেছেন। শিক্ষকদের মধ্যে তিনজন ফিলিপাইনের ও একজন আফ্রিকান।
আগুন লাগার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ব্যাপারে তদন্ত চলছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, আগুনের ধোঁয়ায় শ্বাসকষ্টজনিত কারণে শিশু ও শিক্ষকদের মৃত্যু হয়েছে।
গতকাল সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন কাতারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আবদুল্লাহ বিন নাসের আল খলিফা। তিনি বলেন, আহত ব্যক্তিদের বেশির ভাগ দমকল বাহিনীর কর্মী।

No comments

Powered by Blogger.