রোনালদোর হ্যাটট্রিকে শীর্ষে রিয়াল মাদ্রিদ
প্রথমার্ধের খেলায় মাত্র ১৪ মিনিটে ব্যবধানে পরপর তিনটি গোল করে রিয়াল মাদ্রিদকে এক দুর্দান্ত জয় এনে দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। লিগে প্রথম ৮ ম্যাচ পর ১০ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতার আসনটাতে মেসির সঙ্গে ভাগ বসিয়েছেন এই পর্তুগিজ স্ট্রাইকার। রিয়ালের আরেকটি গোল এসেছে আর্জেন্টাইন স্ট্রাইকার হিগুয়েইনের পা থেকে। গতকাল মালাগার বিপক্ষে ৪-০ গোলের এই জয় দিয়ে স্প্যানিশ লিগের পয়েন্ট তালিকার শীর্ষস্থানটাও দখল করেছে এই স্প্যানিশ জায়ান্ট।
গতকালের ম্যাচে রিয়ালের সবকটি গোলই এসেছে প্রথমার্ধে। ১১ মিনিটের মাথায় আর্জেন্টাইন সতীর্থ অ্যাঙ্গেল ডি মারিয়ার পাস থেকে মালাগার জালে প্রথম বলটি জড়ান গঞ্জালো হিগুয়েইন। এরপর খুব কম সময়ের ব্যবধানেই ২৩ ও ২৮ মিনিটে রিয়াল মাদ্রিদকে আরও দুটি গোল এনে দেন রোনালদো। ১০ মিনিট পর সার্জিও রামোসের হেড থেকে বল পেয়ে ডান পায়ের জোরালো শটে হ্যাটট্রিক পূর্ণ করেন এ সময়ের অন্যতম সেরা এই স্ট্রাইকার। দ্বিতীয়ার্ধে আরও কিছু সুযোগ পেলেও ব্যবধান বাড়াতে পারেননি মরিনহোর শিষ্যরা।
গতকালের ম্যাচে রিয়ালের সবকটি গোলই এসেছে প্রথমার্ধে। ১১ মিনিটের মাথায় আর্জেন্টাইন সতীর্থ অ্যাঙ্গেল ডি মারিয়ার পাস থেকে মালাগার জালে প্রথম বলটি জড়ান গঞ্জালো হিগুয়েইন। এরপর খুব কম সময়ের ব্যবধানেই ২৩ ও ২৮ মিনিটে রিয়াল মাদ্রিদকে আরও দুটি গোল এনে দেন রোনালদো। ১০ মিনিট পর সার্জিও রামোসের হেড থেকে বল পেয়ে ডান পায়ের জোরালো শটে হ্যাটট্রিক পূর্ণ করেন এ সময়ের অন্যতম সেরা এই স্ট্রাইকার। দ্বিতীয়ার্ধে আরও কিছু সুযোগ পেলেও ব্যবধান বাড়াতে পারেননি মরিনহোর শিষ্যরা।
No comments