রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী-কাউকে অরাজকতা সৃষ্টি করতে দেওয়া হবে না

স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহার খাতুন বলেছেন, 'বড় বড় কথা বলে দেশে আর কাউকে অরাজকতা সৃষ্টি করতে দেওয়া হবে না। যাঁরা দেশে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করবে, চোখ-কান খোলা রেখে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।' গতকাল শনিবার বিকেলে রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে বাগমারা উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসাভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।জামায়াতের নেতা-কর্মীদের হুঁশিয়ার করে দিয়ে সাহারা খাতুন বলেন, 'বেশি লাফালাফি করবেন না। মুখ সামলে কথা বলবেন।


আপনাদের একজন নেতা প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়েছেন। আরেকটি ১৫ আগস্ট সৃষ্টি করার কথা বলেছেন। আপনাদের এত বড় স্পর্ধা। আপনাদের বিরুদ্ধে মামলা দিয়ে শাস্তি দেওয়া হবে। আপনাদের আর বড় বড় কথা বলে দেশে বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না।'
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'খালেদা জিয়ার রোডমার্চের নামে গাড়িমার্চ করা হচ্ছে। তিনি গাড়িমার্চ করে দেশের বিভিন্ন স্থানে ঘুরে আমাদের বিরুদ্ধে কথা বলে বেড়াচ্ছেন। আপনাদের রোডমার্চে কোনো বাধা দেওয়া হবে না। কিন্তু শান্তিপূর্ণ কর্মসূচির নামে দেশে হরতাল দিয়ে গাড়ি ভাঙচুর করে জ্বালিয়ে দিতে দেওয়া হবে না। দেশে কাউকে বিশৃঙ্খলা করার সুযোগ দেওয়া হবে না। জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করা হবে।'
যুদ্ধাপরাধীদের বিচার বাংলার মাটিতেই হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, 'আমাদের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী যুদ্ধাপরাধীদের বিচারকাজ শুরু করা হয়েছে। এ দেশের মাটিতেই যুদ্ধাপরাধী নিজামী, মুজাহিদ ও সাকা চৌধুরীদের বিচার করা হবে।'
সাহারা খাতুন আরো বলেন, জঙ্গি ও সন্ত্রাসীরা যাতে আর মাথাচাড়া দিতে না পারে সে জন্য সরকার কাজ করে যাচ্ছে। তাদের আর সে সুযোগ দেওয়া হবে না।
গত জোট সরকারের নানা অত্যাচার-নির্যাতনের কথা তুলে ধরে সাহারা খাতুন আরো বলেন, 'আপনারা গত পাঁচ বছরে দেশে হত্যা, সন্ত্রাস, ধর্ষণ, দুর্নীতি-অনিয়ম, লুটপাট করেছেন। দেশে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ কায়েম করেছেন। জনগণ আপনাদের মন্ত্রী-এমপিদের অনিয়ম-দুর্নীতির কথা জানে। তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এসে আপনাদের সেসব চিত্র ফাঁস করে দিয়েছে। কাজেই জনগণ ভবিষ্যতে আপনাদের আর ক্ষমতায় দেখতে চায় না।'
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুস সোবহানের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। আরো বক্তব্য দেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মেরাজউদ্দিন মোল্লা, রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক চৌধুরী, ঢাকার সংসদ সদস্য সানজিদা খানম, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লায়েব উদ্দিন লাভলু, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান নুরুল ইসলাম ঠাণ্ডু, সাবেক সংসদ সদস্য ওহিদুর রহমান, আওয়ামী লীগের নেতা মাহবুবুর রহমান, ইয়াছিন আলী মাস্টার, জিয়াউদ্দিন টুকু, কৃষক লীগের নেতা তোফাজ্জল হোসেন প্রমুখ। সভা শেষে স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের নিজস্ব তহবিল থেকে বাগমারা থানা পুলিশের জন্য দুটি পিকআপ ভ্যান দেওয়া হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন পিকআপ দুটি রাজশাহীর পুলিশ সুপার এস এম রোকনউদ্দিনের কাছে হস্তান্তর করেন।
এর আগে মন্ত্রী বাগমারা আসার পথে পুঠিয়ায় পথসভায় বক্তব্য দেন। পরে তিনি বাগমারার সাকোয়ায় ফায়ার সার্ভিস স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ইঞ্জিনিয়ার এনামুল ফায়ার সার্ভিস স্টেশনের জমিটি দান করেছেন।

No comments

Powered by Blogger.