চালু হচ্ছে ইউরোপের নিজেদের ‘জিপিএস’
ইউরোপ মহাকাশে তার প্রথম স্যাটেলাইট নেভিগেশন যন্ত্র পাঠিয়েছে। শুক্রবার উৎক্ষেপণ করা দুটি ‘গ্যালিলিও’ স্যাটেলাইট (কৃত্রিম উপগ্রহ) কক্ষপথে অবস্থান নিয়েছে। রাশিয়ার সয়ুজ রকেটে করে ফরাসি গায়ানার উৎক্ষেপণকেন্দ্র থেকে এদের কক্ষপথে পাঠানো হয়।
জিপিএস নামে যুক্তরাষ্ট্রের যে স্যাটেলাইটভিত্তিক ব্যবস্থা চালু রয়েছে, এটি হবে তারই ইউরোপীয় সংস্করণ। ইউরোপ চাইছে এ ব্যাপারে যুক্তরাষ্ট্র-নির্ভরতার অবসান ঘটাতে। জিপিএস বা ‘গ্লোবাল পজিশনিং সিস্টেম’ প্রযুক্তির সহায়তায় ব্যক্তি বা বস্তুর অবস্থান নিখুঁতভাবে চিহ্নিত করা যায়।
কৃত্রিম উপগ্রহ দুটি চালু হলে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোতে নতুন ধরনের ব্যবসার সুযোগ সৃষ্টি হবে।
পৃথিবী থেকে প্রায় ২৩ হাজার ২২২ কিলোমিটার দূরের কক্ষপথে উপগ্রহ দুটি স্থাপন করা হয়।
জিপিএস নামে যুক্তরাষ্ট্রের যে স্যাটেলাইটভিত্তিক ব্যবস্থা চালু রয়েছে, এটি হবে তারই ইউরোপীয় সংস্করণ। ইউরোপ চাইছে এ ব্যাপারে যুক্তরাষ্ট্র-নির্ভরতার অবসান ঘটাতে। জিপিএস বা ‘গ্লোবাল পজিশনিং সিস্টেম’ প্রযুক্তির সহায়তায় ব্যক্তি বা বস্তুর অবস্থান নিখুঁতভাবে চিহ্নিত করা যায়।
কৃত্রিম উপগ্রহ দুটি চালু হলে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোতে নতুন ধরনের ব্যবসার সুযোগ সৃষ্টি হবে।
পৃথিবী থেকে প্রায় ২৩ হাজার ২২২ কিলোমিটার দূরের কক্ষপথে উপগ্রহ দুটি স্থাপন করা হয়।
No comments