গাদ্দাফিকে হত্যার নিন্দা জানালেন ডেসমন্ড টুটু
লিবিয়ার ক্ষমতাচ্যুত নেতা মুয়াম্মার গাদ্দাফির নৃশংস হত্যার নিন্দা জানিয়ে দক্ষিণ আফ্রিকার শান্তির প্রতীক ডেসমন্ড টুটু বলেছেন, কোনো মানুষকে হত্যার পর তা উদ্যাপন করার বিষয় হতে পারে না। উচ্ছৃঙ্খল জনতার বিচার ও সহিংস আচরণ সব সময়ই নিন্দার যোগ্য।
শান্তিতে নোবেলজয়ী অহিংসবাদী টুটু গত শুক্রবার এক বিবৃতিতে বলেন, গাদ্দাফিকে যে কায়দায় হত্যা করা হয়েছে, তা লিবিয়ার সংস্কৃতির বিরোধী। মানবাধিকার ও গণতন্ত্রের পরিপন্থী। এটা হত্যাকাণ্ড নিন্দাযোগ্য।
ডেসমন্ড টুটু বলেন, গাদ্দাফিকে হত্যার আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন গর্ববোধ করতে পারেন না।
গত জুলাই মাসে হিলারি হুঁশিয়ারি দেন, লিবিয়ার লৌহমানব গাদ্দাফির দিন গণনা শুরু হয়েছে।
গত বৃহস্পতিবার নিজ জন্মশহরে গাদ্দাফিকে হত্যা করা হয়। তিনি ৪২ বছর ধরে আফ্রিকার তেলসমৃদ্ধ দেশ লিবিয়া শাসন করেন।
শান্তিতে নোবেলজয়ী অহিংসবাদী টুটু গত শুক্রবার এক বিবৃতিতে বলেন, গাদ্দাফিকে যে কায়দায় হত্যা করা হয়েছে, তা লিবিয়ার সংস্কৃতির বিরোধী। মানবাধিকার ও গণতন্ত্রের পরিপন্থী। এটা হত্যাকাণ্ড নিন্দাযোগ্য।
ডেসমন্ড টুটু বলেন, গাদ্দাফিকে হত্যার আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন গর্ববোধ করতে পারেন না।
গত জুলাই মাসে হিলারি হুঁশিয়ারি দেন, লিবিয়ার লৌহমানব গাদ্দাফির দিন গণনা শুরু হয়েছে।
গত বৃহস্পতিবার নিজ জন্মশহরে গাদ্দাফিকে হত্যা করা হয়। তিনি ৪২ বছর ধরে আফ্রিকার তেলসমৃদ্ধ দেশ লিবিয়া শাসন করেন।
No comments