ভারতকে নিয়ে সিরিজ আয়োজনে মরিয়া পাকিস্তান
বিশ্বকাপ শেষ। আবারও সেই আগের চিন্তায় ডুবতে হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি)। ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা দলের ওপর সন্ত্রাসী হামলার পর থেকেই যে পাকিস্তান সফর থেকে নিজেদের দূরে সরিয়ে রেখেছে ক্রিকেট বিশ্ব! দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়ে আনা তো বটেই, চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে নিয়ে সিরিজ আয়োজন করতে মরিয়া পাকিস্তান। সেটা দেশের মাটি বা নিরপেক্ষ কোনো ভেন্যু, যেখানেই হোক না কেন।
পিসিবির একজন শীর্ষ কর্মকর্তা টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘আজ হোক কাল হোক, ভারতকে নিয়ে সিরিজ আয়োজনে আশাবাদী আমরা। ভারতীয়দের যদি নিরাপত্তার কারণে পাকিস্তানে আসতে আপত্তি থাকে, নিরপেক্ষ কোনো ভেন্যুতেও সিরিজ আয়োজনে প্রস্তুত আমরা। যেকোনো মূল্যে ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে হবে।’
সূত্র জানায়, ভারত-পাকিস্তান ক্রিকেট চালু করার পক্ষে ভারতীয় বোর্ডের শীর্ষ কর্মকর্তারা। তবে এখনই পাকিস্তানের মাটিতে ক্রিকেটারদের পাঠানোর মতো সিদ্ধান্ত নিতে চান না তাঁরা। এদিকে, পাকিস্তানে গিয়ে খেলতে আপত্তি রয়েছে ভারতের সিনিয়র ক্রিকেটারদেরও। তাঁদের প্রশ্ন, কোনো দেশই যখন পাকিস্তান সফরকে নিরাপদ মনে করছে না, তাহলে আগ বাড়িয়ে ভারতে কেন ঝুঁকি নেবে? ওয়েবসাইট।
পিসিবির একজন শীর্ষ কর্মকর্তা টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘আজ হোক কাল হোক, ভারতকে নিয়ে সিরিজ আয়োজনে আশাবাদী আমরা। ভারতীয়দের যদি নিরাপত্তার কারণে পাকিস্তানে আসতে আপত্তি থাকে, নিরপেক্ষ কোনো ভেন্যুতেও সিরিজ আয়োজনে প্রস্তুত আমরা। যেকোনো মূল্যে ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে হবে।’
সূত্র জানায়, ভারত-পাকিস্তান ক্রিকেট চালু করার পক্ষে ভারতীয় বোর্ডের শীর্ষ কর্মকর্তারা। তবে এখনই পাকিস্তানের মাটিতে ক্রিকেটারদের পাঠানোর মতো সিদ্ধান্ত নিতে চান না তাঁরা। এদিকে, পাকিস্তানে গিয়ে খেলতে আপত্তি রয়েছে ভারতের সিনিয়র ক্রিকেটারদেরও। তাঁদের প্রশ্ন, কোনো দেশই যখন পাকিস্তান সফরকে নিরাপদ মনে করছে না, তাহলে আগ বাড়িয়ে ভারতে কেন ঝুঁকি নেবে? ওয়েবসাইট।
No comments