লিবিয়াকে হারানো সম্ভব নয়: আয়শা গাদ্দাফি
লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির মেয়ে আয়শা গাদ্দাফি বলেছেন, অতীতেও মার্কিনিদের বিমান হামলায় লিবিয়াকে হারাতে পারেনি, এবারও সম্ভব হবে না। গতকাল শুক্রবার সকালে বাব আল আজিজিয়া বাসভবন থেকে দেওয়া ভাষণে পশ্চিমাদের উদ্দেশে তিনি এসব কথা বলেন। ন্যাটো বাহিনীর হামলার সমালোচনা করে আয়শা বলেন, ‘আমাদের আকাশে থেকে তোমাদের বোমা ফেলা বন্ধ করো।’
১৯৮৬ সালে বাব আল আজিজিয়ায় মার্কিন বিমান হামলার ঘটনার কথা উল্লেখ করে আয়শা বলেন, ‘তখন আমার বয়স ছিল নয় বছর। আমাদের বাসভবনকে লক্ষ্য করে বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র ও বোমা ফেলা হয়। তারা আমাকে হত্যার চেষ্টা করে। সফল হয়নি। লিবিয়ার বহু নিষ্পাপ শিশুর জীবন কেড়ে নেওয়া হয়েছিল তখন।’
আয়েশা বলেন, ‘১৯১১ সালে ইতালির বিমান হামলায় আমার দাদা মারা যান। আর এখন তারা আমার বাবাকে হত্যার চেষ্টা করছে। মহান আল্লাহ তাদের কঠোর হস্তে দমন করবেন।’
ত্রিপোলিতে বৃহস্পতিবার রাতে ন্যাটো বাহিনীর বিমান হামলার কয়েক ঘণ্টা পর আয়শা ওই ভাষণ দেন। এ সময় গাদ্দাফির কয়েক শ সমর্থক স্লোগান দেন। তাঁরা বলেন, ‘শুধু আল্লাহ, মুয়াম্মায়ার ও লিবিয়া।’ তাঁরা এও বলেন, ‘লিবিয়ার জনগণ চায় মুয়াম্মারের শাসন। মুয়াম্মার আমাদের নেতা।’
বাসভবনের দ্বিতীয় তলার বারান্দায় দাঁড়ালে আয়শার উদ্দেশে উপস্থিত জনতা হাত নেড়ে তাঁদের সমর্থন জানান। এ সময় আয়শা বলেন, ‘পশ্চিমা বিশ্বকে হুঁশিয়ার করে দিতে চাই, আমরা এমন এক দেশের নাগরিক, যাঁদের এভাবে দাবিয়ে রাখা যাবে না। পরাজিত করা সম্ভব হবে না।’
১৯৮৬ সালে বাব আল আজিজিয়ায় মার্কিন বিমান হামলার ঘটনার কথা উল্লেখ করে আয়শা বলেন, ‘তখন আমার বয়স ছিল নয় বছর। আমাদের বাসভবনকে লক্ষ্য করে বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র ও বোমা ফেলা হয়। তারা আমাকে হত্যার চেষ্টা করে। সফল হয়নি। লিবিয়ার বহু নিষ্পাপ শিশুর জীবন কেড়ে নেওয়া হয়েছিল তখন।’
আয়েশা বলেন, ‘১৯১১ সালে ইতালির বিমান হামলায় আমার দাদা মারা যান। আর এখন তারা আমার বাবাকে হত্যার চেষ্টা করছে। মহান আল্লাহ তাদের কঠোর হস্তে দমন করবেন।’
ত্রিপোলিতে বৃহস্পতিবার রাতে ন্যাটো বাহিনীর বিমান হামলার কয়েক ঘণ্টা পর আয়শা ওই ভাষণ দেন। এ সময় গাদ্দাফির কয়েক শ সমর্থক স্লোগান দেন। তাঁরা বলেন, ‘শুধু আল্লাহ, মুয়াম্মায়ার ও লিবিয়া।’ তাঁরা এও বলেন, ‘লিবিয়ার জনগণ চায় মুয়াম্মারের শাসন। মুয়াম্মার আমাদের নেতা।’
বাসভবনের দ্বিতীয় তলার বারান্দায় দাঁড়ালে আয়শার উদ্দেশে উপস্থিত জনতা হাত নেড়ে তাঁদের সমর্থন জানান। এ সময় আয়শা বলেন, ‘পশ্চিমা বিশ্বকে হুঁশিয়ার করে দিতে চাই, আমরা এমন এক দেশের নাগরিক, যাঁদের এভাবে দাবিয়ে রাখা যাবে না। পরাজিত করা সম্ভব হবে না।’
No comments