বোমা হামলার হুমকি ছিল ডায়ানার বিয়ের অনুষ্ঠানে
প্রিন্স অব ওয়েলস প্রিন্স চার্লসের সঙ্গে প্রিন্সেস ডায়ানার বিয়ের অনুষ্ঠানে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল। বিষয়টি নিয়ে তদন্তও চালানো হয়। মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) নতুন ওয়েবসাইট ‘দ্য ভল্ট’-এ এই তথ্য প্রকাশ করা হয়েছে।
প্রিন্স চার্লস ও ডায়ানার বিয়ের অনুষ্ঠান হয় ১৯৮১ সালের ২৯ জুলাই। এর আগে মেরিল্যান্ডের আন্নাপলিস থেকে একজন নারী ফোন করে সংশ্লিষ্ট দপ্তরে জানান, তিনি টেলিফোনে কথোপকথন শুনতে পেয়েছেন প্রিন্স চার্লসের বিয়ের অনুষ্ঠানে বোমা হামলা চালানো হবে। ডাকযোগে ওই বোমা পাঠানো হবে। খবর পেয়েই তৎপর হয়ে যান সংশ্লিষ্ট সবাই। শুরু হয় তদন্ত। অভিযুক্ত ব্যক্তিকে আটকও করা হয়। তবে জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি জানান, তিনি ‘মজা’ করে এটা করেছিলেন। সবকিছু খতিয়ে দেখে ওই ব্যক্তির কথার সত্যতা পাওয়া যায়। পরে এ ব্যাপারে তদন্ত শেষ করা হয়।
এফবিআইয়ের নতুন ওয়েবসাইট দ্য ভল্টে হাজার হাজার নথি প্রকাশ করা হয়েছে। এর মধ্যে কয়েক দশক আগের নথিও রয়েছে। এর একটি নথিতে চার্লস-ডায়ানার বিয়ের অনুষ্ঠানে বোমা হামলার হুমকির বিষয়টিও রয়েছে।
প্রিন্স চার্লস ও ডায়ানার বিয়ের অনুষ্ঠান হয় ১৯৮১ সালের ২৯ জুলাই। এর আগে মেরিল্যান্ডের আন্নাপলিস থেকে একজন নারী ফোন করে সংশ্লিষ্ট দপ্তরে জানান, তিনি টেলিফোনে কথোপকথন শুনতে পেয়েছেন প্রিন্স চার্লসের বিয়ের অনুষ্ঠানে বোমা হামলা চালানো হবে। ডাকযোগে ওই বোমা পাঠানো হবে। খবর পেয়েই তৎপর হয়ে যান সংশ্লিষ্ট সবাই। শুরু হয় তদন্ত। অভিযুক্ত ব্যক্তিকে আটকও করা হয়। তবে জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি জানান, তিনি ‘মজা’ করে এটা করেছিলেন। সবকিছু খতিয়ে দেখে ওই ব্যক্তির কথার সত্যতা পাওয়া যায়। পরে এ ব্যাপারে তদন্ত শেষ করা হয়।
এফবিআইয়ের নতুন ওয়েবসাইট দ্য ভল্টে হাজার হাজার নথি প্রকাশ করা হয়েছে। এর মধ্যে কয়েক দশক আগের নথিও রয়েছে। এর একটি নথিতে চার্লস-ডায়ানার বিয়ের অনুষ্ঠানে বোমা হামলার হুমকির বিষয়টিও রয়েছে।
No comments