সাফল্যে ভেসে ঢাকায় বাংলাদেশ দল
কাল বাংলাদেশ বিমানের ডি-২২ ফ্লাইটটা ছিল আনন্দময় এক উড়াল। সাফল্যে মোড়া চট্টগ্রাম সফর শেষে কাল দুপুরে সেই আনন্দে ভর করেই ঢাকা ফিরেছে বাংলাদেশ দল।
চট্টগ্রামে ইংল্যান্ড ও হল্যান্ডকে হারানোর পর বিশ্বকাপে বাংলাদেশ দলের পরের ম্যাচ আগামী ১৯ মার্চ, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের এই ম্যাচের ওপর নির্ভর করছে বাংলাদেশের কোয়ার্টার ফাইনালে যাওয়ার স্বপ্নপূরণ।
পরপর দুই ম্যাচে জিতে দক্ষিণ আফ্রিকা ম্যাচ নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছেন কোচ জেমি সিডন্স। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দাঁড়িয়ে জানালেন, পরের ম্যাচে ভাঙতে পারে গত ম্যাচের উইনিং কম্বিনেশনও, ‘এই ম্যাচে প্রতিপক্ষ ছিল হল্যান্ড, আমরা তাদের কথা ভেবে দল করেছি। ইংল্যান্ড ম্যাচের উইনিং কম্বিনেশন ভেঙে সোহরাওয়ার্দী ও শাহরিয়ারকে নেওয়া হয়েছিল। পরের ম্যাচের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকার শক্তিমত্তার কথা ভেবেও কিছু পরিবর্তন হতে পারে।’
কোচ অবশ্য নিশ্চিত করেছেন, ব্যাটসম্যানদের মধ্যে আর কোনো পরিবর্তন হচ্ছে না। শাহরিয়ার নাফীসের ব্যাটিংয়ে তিনি খুশিই আছেন, ‘শুরুতে কিছুটা নার্ভাস ছিল। তার পরও বলব অনেক দিন পর ফিরে ও ভালোই খেলেছে। যদিও এটা বিশ্বকাপ, এখানে কে কত দিন পর দলে ফিরল সেটা বিবেচ্য নয়। সুযোগ পেলে ভালো খেলতে হবে।’
সিডন্স আভাস দিয়েছেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মোহাম্মদ সোহরাওয়ার্দীর জায়গায় নাঈম ইসলাম ফিরতে পারেন দলে।
চট্টগ্রামে ইংল্যান্ড ও হল্যান্ডকে হারানোর পর বিশ্বকাপে বাংলাদেশ দলের পরের ম্যাচ আগামী ১৯ মার্চ, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের এই ম্যাচের ওপর নির্ভর করছে বাংলাদেশের কোয়ার্টার ফাইনালে যাওয়ার স্বপ্নপূরণ।
পরপর দুই ম্যাচে জিতে দক্ষিণ আফ্রিকা ম্যাচ নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছেন কোচ জেমি সিডন্স। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দাঁড়িয়ে জানালেন, পরের ম্যাচে ভাঙতে পারে গত ম্যাচের উইনিং কম্বিনেশনও, ‘এই ম্যাচে প্রতিপক্ষ ছিল হল্যান্ড, আমরা তাদের কথা ভেবে দল করেছি। ইংল্যান্ড ম্যাচের উইনিং কম্বিনেশন ভেঙে সোহরাওয়ার্দী ও শাহরিয়ারকে নেওয়া হয়েছিল। পরের ম্যাচের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকার শক্তিমত্তার কথা ভেবেও কিছু পরিবর্তন হতে পারে।’
কোচ অবশ্য নিশ্চিত করেছেন, ব্যাটসম্যানদের মধ্যে আর কোনো পরিবর্তন হচ্ছে না। শাহরিয়ার নাফীসের ব্যাটিংয়ে তিনি খুশিই আছেন, ‘শুরুতে কিছুটা নার্ভাস ছিল। তার পরও বলব অনেক দিন পর ফিরে ও ভালোই খেলেছে। যদিও এটা বিশ্বকাপ, এখানে কে কত দিন পর দলে ফিরল সেটা বিবেচ্য নয়। সুযোগ পেলে ভালো খেলতে হবে।’
সিডন্স আভাস দিয়েছেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মোহাম্মদ সোহরাওয়ার্দীর জায়গায় নাঈম ইসলাম ফিরতে পারেন দলে।
No comments