বিশ্বের সবচেয়ে প্রবীণ পুরুষ মারা গেছেন
বিশ্বের সবচেয়ে প্রবীণ পুরুষ ওয়াল্টার ব্রিউনিং মারা গেছেন। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের মনটানা অঙ্গরাজ্যের একটি হাসপাতালে তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ১১৪ বছর। তিনি বয়স্ক ব্যক্তি হিসেবে বিশ্বে দ্বিতীয় ছিলেন। বর্তমানে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হচ্ছেন জর্জিয়ার নারী বেসে কুপার। ব্রিউনিং কুপারের চেয়ে ২৬ দিনের ছোট ছিলেন।
ওয়াল্টার ব্রিউনিং শেষের দিনগুলোয় যে বৃদ্ধাশ্রমে থাকতেন সেটির মুখপাত্র স্টেসি কিরবি জানিয়েছেন, মনটানার হাসপাতালে স্বাভাবিকভাবেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অসুস্থতার কারণে চলতি মাসেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে অসুস্থতার কারণ জানা যায়নি।
ওয়াল্টার ব্রিউনিং ১৮৯৬ সালের ২১ সেপ্টেম্বর মিনেসোটায় জন্মগ্রহণ করেন। তাঁর ছোটবেলা কাটে দক্ষিণ ডাকোটাতে।
ওয়াল্টার ব্রিউনিং শেষের দিনগুলোয় যে বৃদ্ধাশ্রমে থাকতেন সেটির মুখপাত্র স্টেসি কিরবি জানিয়েছেন, মনটানার হাসপাতালে স্বাভাবিকভাবেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অসুস্থতার কারণে চলতি মাসেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে অসুস্থতার কারণ জানা যায়নি।
ওয়াল্টার ব্রিউনিং ১৮৯৬ সালের ২১ সেপ্টেম্বর মিনেসোটায় জন্মগ্রহণ করেন। তাঁর ছোটবেলা কাটে দক্ষিণ ডাকোটাতে।
No comments