ইরানে ১২ জনের মৃত্যুদণ্ড কার্যকর
ইরানে এক ক্রমিক নারী খুনির ফাঁসির আদেশ কার্যকর হয়েছে। মাহিন কাদিরি নামের ওই নারী পাঁচজন নারীকে হত্যা করেছেন। এ ছাড়া সুন্নি জঙ্গিগোষ্ঠী জুনদুল্লাহর ১১ জন সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তাদেরও ফাঁসিতে ঝোলানো হয়। দেশটির সরকারি বার্তা সংস্থা ইরনা গতকাল সোমবার এ তথ্য জানিয়েছে।
সিস্তান-বেলুচিস্তান প্রদেশের বিচার বিভাগীয় প্রধান ইব্রাহিম হামিদি জানান, জুনদুল্লাহ গোষ্ঠীর ফাঁসি হওয়া ১১ জন সদস্য সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। তারা পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে। তাদের হাতে কয়েকজন বেসামরিক ব্যক্তি খুন হয়েছেন।
ইরনা জানায়, ২০০৮ সালের ফেব্রুয়ারি থেকে ২০০৯ সালের মে মাস পর্যন্ত মাহিন কাদিরি পাঁচ নারীকে হত্যা করেন। কৌশলে অজ্ঞান করে পরে শ্বাসরোধ করে তাঁদের হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডের ব্যাপারে বিস্তারিত আর কিছু জানানো হয়নি।
বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, ইরানে এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত ১৫১ জনকে ফাঁসিতে ঝোলানো হলো।
সিস্তান-বেলুচিস্তান প্রদেশের বিচার বিভাগীয় প্রধান ইব্রাহিম হামিদি জানান, জুনদুল্লাহ গোষ্ঠীর ফাঁসি হওয়া ১১ জন সদস্য সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। তারা পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে। তাদের হাতে কয়েকজন বেসামরিক ব্যক্তি খুন হয়েছেন।
ইরনা জানায়, ২০০৮ সালের ফেব্রুয়ারি থেকে ২০০৯ সালের মে মাস পর্যন্ত মাহিন কাদিরি পাঁচ নারীকে হত্যা করেন। কৌশলে অজ্ঞান করে পরে শ্বাসরোধ করে তাঁদের হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডের ব্যাপারে বিস্তারিত আর কিছু জানানো হয়নি।
বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, ইরানে এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত ১৫১ জনকে ফাঁসিতে ঝোলানো হলো।
No comments