মালয়েশিয়ায় বাস দুর্ঘটনায় ২৮ জন নিহত
মালয়েশিয়ায় গতকাল সোমবার একটি বাস দুর্ঘটনায় কমপক্ষে ২৮ জন আরোহী নিহত হয়েছে। নিহত ব্যক্তিদের অধিকাংশই থাইল্যান্ড থেকে বেড়াতে আসা পর্যটক।
পুলিশের একজন কর্মকর্তা জানান, মালয়েশিয়ার পর্যটন এলাকা ক্যামেরন হাইল্যান্ড থেকে ৩৭ জন যাত্রী নিয়ে কুয়ালালামপুরে ফেরার পথে দ্বিতল বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ওই দুর্ঘটনা ঘটে। এতে ২৮ জন যাত্রী নিহত হয়। এদের মধ্যে তিনজন মালয়েশিয়ার নাগরিক। বাকি সবাই থাই পর্যটক। এ ঘটনায় অপর নয়জন যাত্রী আহত হয়েছে। তারাও থাই পর্যটক। আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দুর্ঘটনার পর তোলা ছবিতে দেখা যায়, দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যাওয়া বাসটি একটি পাহাড়ের পাদদেশে পড়ে আছে। কাছেই পলিথিনে মোড়ানো মৃতদেহগুলো সারিবদ্ধ করে রাখা আছে। এ ছাড়া দুর্ঘটনাস্থল থেকে আহত ব্যক্তিদের সরিয়ে নেওয়ার দৃশ্যও ছবিতে দেখা গেছে।
পুলিশের একজন কর্মকর্তা জানান, মালয়েশিয়ার পর্যটন এলাকা ক্যামেরন হাইল্যান্ড থেকে ৩৭ জন যাত্রী নিয়ে কুয়ালালামপুরে ফেরার পথে দ্বিতল বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ওই দুর্ঘটনা ঘটে। এতে ২৮ জন যাত্রী নিহত হয়। এদের মধ্যে তিনজন মালয়েশিয়ার নাগরিক। বাকি সবাই থাই পর্যটক। এ ঘটনায় অপর নয়জন যাত্রী আহত হয়েছে। তারাও থাই পর্যটক। আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দুর্ঘটনার পর তোলা ছবিতে দেখা যায়, দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যাওয়া বাসটি একটি পাহাড়ের পাদদেশে পড়ে আছে। কাছেই পলিথিনে মোড়ানো মৃতদেহগুলো সারিবদ্ধ করে রাখা আছে। এ ছাড়া দুর্ঘটনাস্থল থেকে আহত ব্যক্তিদের সরিয়ে নেওয়ার দৃশ্যও ছবিতে দেখা গেছে।
No comments