নয়াদিল্লিতে পর্যটকদের বাসে হামলা, সর্বোচ্চ সতর্কতা জারি
ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল রোববার অস্ত্রধারীরা পর্যটকদের একটি বাসে হামলা চালিয়েছে। এতে দুই বিদেশি পর্যটক আহত হয়েছেন। দিল্লিতে কমনওয়েলথ গেমস শুরুর দুই সপ্তাহ আগে এই হামলা চালানো হলো। এ জন্য দিল্লিজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
দিল্লি পুলিশের মুখপাত্র রজন ভগত জানান, গতকাল সকালে দিল্লির ঐতিহাসিক জামে মসজিদের কাছে বন্দুকধারীরা পর্যটকদের বাস লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। পরে তারা একটি মোটরসাইকেলে করে পালিয়ে যায়। এতে তাইওয়ানের দুই পর্যটক গুলিবিদ্ধ হন। তাঁদের দিল্লির জয়প্রকাশ নারায়ণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, আহত ব্যক্তিদের অবস্থা আশঙ্কামুক্ত।
ওই মুখপাত্র আরও জানান, কমনওয়েলথ গেমস শুরুর আগে এ ঘটনায় ভারতীয় প্রশাসন দিল্লিজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। এ ছাড়া অপরাধীদের ধরতে পুলিশ চিরুনি অভিযান শুরু করেছে।
দিল্লি পুলিশের মুখপাত্র রজন ভগত জানান, গতকাল সকালে দিল্লির ঐতিহাসিক জামে মসজিদের কাছে বন্দুকধারীরা পর্যটকদের বাস লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। পরে তারা একটি মোটরসাইকেলে করে পালিয়ে যায়। এতে তাইওয়ানের দুই পর্যটক গুলিবিদ্ধ হন। তাঁদের দিল্লির জয়প্রকাশ নারায়ণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, আহত ব্যক্তিদের অবস্থা আশঙ্কামুক্ত।
ওই মুখপাত্র আরও জানান, কমনওয়েলথ গেমস শুরুর আগে এ ঘটনায় ভারতীয় প্রশাসন দিল্লিজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। এ ছাড়া অপরাধীদের ধরতে পুলিশ চিরুনি অভিযান শুরু করেছে।
No comments