মহিলা কাবাডির সেরা বাংলাদেশ আনসার
খেলাটা কেন পল্টন কাবাডি স্টেডিয়ামে হলো না তা নিয়ে আক্ষেপ ছিল অনেক খেলোয়াড়ের। তবে সব আক্ষেপ মুছে ধানমন্ডি মহিলা ক্রীড়া কমপ্লেক্সের ইনডোরে মিজান এডিবল অয়েল মহিলা কাবাডির শেষ দিনটা গেল আনন্দমুখর। ইনডোর মাতিয়ে রেখেছিলেন বাংলাদেশ আনসারের বিভিন্ন খেলার ক্রীড়াবিদেরা। শেষ পর্যন্ত হাসিমুখেই ঘরে ফিরেছেন তাঁরা। কাল ফাইনালে নবাগত দল বিজেএমসিকে ১৮-৭ পয়েন্টে হারিয়ে মহিলা কাবাডির চ্যাম্পিয়ন হলো আনসারই। এর আগে সেমিফাইনালে মাগুরাকে হারিয়ে আনসার ও গাজীপুরকে হারিয়ে বিজেএমসি ওঠে ফাইনালে।
এটা জানাই ছিল, এবার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার মতো দল গড়েছিল আনসার। জাতীয় দলের ১০ জনকে নিয়ে গড়া দলটি হেসেখেলেই চ্যাম্পিয়ন হলো। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন জাতীয় দলের রেইডার শাহনাজ পারভীন মালেকা। খেলা শেষে স্টার স্পোর্টসের পক্ষ থেকে তাঁকে দেওয়া হয় ট্রফি ও ৫ হাজার টাকা। চ্যাম্পিয়ন আনসার ১০ হাজার টাকা অর্থ পুরস্কার পেয়েছে। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার ও ট্রফি তুলে দেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান মিজান এডিবল অয়েলের বিক্রয় ও বিপণন বিভাগের সোয়েব মোহাম্মদ আসাদুজ্জামান।
এটা জানাই ছিল, এবার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার মতো দল গড়েছিল আনসার। জাতীয় দলের ১০ জনকে নিয়ে গড়া দলটি হেসেখেলেই চ্যাম্পিয়ন হলো। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন জাতীয় দলের রেইডার শাহনাজ পারভীন মালেকা। খেলা শেষে স্টার স্পোর্টসের পক্ষ থেকে তাঁকে দেওয়া হয় ট্রফি ও ৫ হাজার টাকা। চ্যাম্পিয়ন আনসার ১০ হাজার টাকা অর্থ পুরস্কার পেয়েছে। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার ও ট্রফি তুলে দেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান মিজান এডিবল অয়েলের বিক্রয় ও বিপণন বিভাগের সোয়েব মোহাম্মদ আসাদুজ্জামান।
No comments