মুশফিকুরকে নিয়ে কোনো ভয় নেই
গত শুক্রবার ফিল্ডিং প্র্যাকটিস করতে গিয়ে কাঁধে ব্যথা পেয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন। কাল সেই মুশফিকুর রহিমকেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দেখা গেল হাসিমুখে। কারণ ততক্ষণে তিনি জেনে গেছেন, কাঁধের ইনজুরিটা বাধা হচ্ছে না নিউজিল্যান্ড সিরিজে খেলায়!
প্রাথমিক এমআরআই রিপোর্টে আগের দিনই জানা গিয়েছিল, মুশফিকুর শঙ্কামুক্ত। কাল চূড়ান্ত রিপোর্টও তাই বলল। বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী জানিয়েছেন, মুশফিকুরের চোট বড় কিছু নয়—এটা নিশ্চিত করেছে চূড়ান্ত এমআরআই রিপোর্ট, ‘গুরুতর কোনো সমস্যা ধরা না পড়ায় ওর নিউজিল্যান্ড সিরিজে খেলা নিয়ে সংশয় নেই। আশা করছি, শিগগিরই সে মাঠের অনুশীলনে ফিরতে পারবে। তার আগে ৭২ ঘণ্টার একটা পুনর্বাসন-প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে তাকে।’
প্রাথমিক এমআরআই রিপোর্টে আগের দিনই জানা গিয়েছিল, মুশফিকুর শঙ্কামুক্ত। কাল চূড়ান্ত রিপোর্টও তাই বলল। বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী জানিয়েছেন, মুশফিকুরের চোট বড় কিছু নয়—এটা নিশ্চিত করেছে চূড়ান্ত এমআরআই রিপোর্ট, ‘গুরুতর কোনো সমস্যা ধরা না পড়ায় ওর নিউজিল্যান্ড সিরিজে খেলা নিয়ে সংশয় নেই। আশা করছি, শিগগিরই সে মাঠের অনুশীলনে ফিরতে পারবে। তার আগে ৭২ ঘণ্টার একটা পুনর্বাসন-প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে তাকে।’
No comments