কিম জং ইলের উত্তরসূরি হিসেবে সরকারি নথিতে ছোট ছেলের নাম
উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং ইলের উত্তরসূরি হিসেবে সরকারি নথিতে তাঁর ছেলের নাম উল্লেখ করা হয়েছে। গতকাল রোববার জাপানের দৈনিক টোকিও শিম্বুন এ তথ্য প্রকাশ করে।
টোকিও শিম্বুুন-এর প্রতিবেদনে বলা হয়, গত আগস্টে উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দল ওয়ার্কার্স পার্টির নেতাদের প্রশিক্ষণের সময় ওই নথি ব্যবহার করা হয়। নথিতে ৬৮ বছর বয়সী কিম জং ইলের উত্তরসূরি হিসেবে তাঁর ছেলে জং ইউনের নাম উল্লেখ করা হয়েছে। ওই নথিতে ইউনের ছবিও রয়েছে। পিয়ংইয়ংয়ে দলীয় জ্যেষ্ঠ নেতারা প্রেসিডেন্টের উত্তরসূরি হিসেবে ইউনের নাম প্রচারও করেছেন। ২০ বছর বয়সী ইউন প্রেসিডেন্ট কিমের ছোট ছেলে।
প্রতিবেদনে আরও বলা হয়, প্রেসিডেন্ট কিমের যোগ্য উত্তরসূরি হওয়ার জন্য জং ইউন তাঁর বাবার কাছ থেকে প্রয়োজনীয় শিক্ষা নিয়েছেন।
টোকিও শিম্বুুন-এর প্রতিবেদনে বলা হয়, গত আগস্টে উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দল ওয়ার্কার্স পার্টির নেতাদের প্রশিক্ষণের সময় ওই নথি ব্যবহার করা হয়। নথিতে ৬৮ বছর বয়সী কিম জং ইলের উত্তরসূরি হিসেবে তাঁর ছেলে জং ইউনের নাম উল্লেখ করা হয়েছে। ওই নথিতে ইউনের ছবিও রয়েছে। পিয়ংইয়ংয়ে দলীয় জ্যেষ্ঠ নেতারা প্রেসিডেন্টের উত্তরসূরি হিসেবে ইউনের নাম প্রচারও করেছেন। ২০ বছর বয়সী ইউন প্রেসিডেন্ট কিমের ছোট ছেলে।
প্রতিবেদনে আরও বলা হয়, প্রেসিডেন্ট কিমের যোগ্য উত্তরসূরি হওয়ার জন্য জং ইউন তাঁর বাবার কাছ থেকে প্রয়োজনীয় শিক্ষা নিয়েছেন।
No comments