তবু অসন্তুষ্ট গার্দিওলা
জরিমানা করা হয়েছিল ১৫ হাজার ইউরো। কিন্তু মাত্র এক হাজার ৫০০ ইউরো গুনলেই পার পেয়ে যাচ্ছেন বার্সেলোনা কোচ পেপ গার্দিওলা। এক আপিলেই জরিমানা কমেছে ১৩ হাজার ৫০০ ইউরো। তবুও খুশি নন বার্সা কোচ, বরং অসন্তুষ্ট।
জরিমানা কমানোর পরপরই গার্দিওলা বলেছেন, ‘ভাববেন না, তাঁরা আমার পক্ষে কাজ করেছে। আমি নিশ্চিত, কী বলেছিলাম আমি। আমি নই, ভুলটা করেছে তাদেরই একজন। ক্যামেরা তাদের, সবকিছুই ছিল তাদের।’
ঘটনাটা এ বছরের ৬ মার্চের। আলমেরিয়ার বিপক্ষে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচে রেফারিকে অপমান করার অভিযোগে বার্সেলোনা কোচকে বহিষ্কার এবং জরিমানা করা হয়। গার্দিওলার দাবি, মিথ্যা বলছেন রেফারিরাই।
জরিমানা কমানোর পরপরই গার্দিওলা বলেছেন, ‘ভাববেন না, তাঁরা আমার পক্ষে কাজ করেছে। আমি নিশ্চিত, কী বলেছিলাম আমি। আমি নই, ভুলটা করেছে তাদেরই একজন। ক্যামেরা তাদের, সবকিছুই ছিল তাদের।’
ঘটনাটা এ বছরের ৬ মার্চের। আলমেরিয়ার বিপক্ষে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচে রেফারিকে অপমান করার অভিযোগে বার্সেলোনা কোচকে বহিষ্কার এবং জরিমানা করা হয়। গার্দিওলার দাবি, মিথ্যা বলছেন রেফারিরাই।
No comments