ফ্লাওয়ারের কাছে সিরিজটাই এখন অর্থহীন
দেশের মাটিতে স্মরণীয় একটা গ্রীষ্ম কাটাচ্ছে ইংল্যান্ড ক্রিকেট দল। ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়াকে হারানোর পর পাকিস্তানের বিপক্ষে জিতেছে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ। ওয়ানডে সিরিজও এগিয়ে আছে ২-১-এ। কিন্তু ম্যাচ পাতানোর কালো থাবা এতসব অর্জনের পরও হাসি ফোটাতে পারছে না অ্যান্ডি ফ্লাওয়ারের মুখে। ইংল্যান্ড কোচের কাছে বরং পাকিস্তানের বিপক্ষে পুরো সিরিজটাই মূল্যহীন মনে হচ্ছে। ওয়ানডে সিরিজের বাকিটা খেলার কোনো অর্থও খুঁজে পাচ্ছেন ফ্লাওয়ার।
লর্ডসে আজ চতুর্থ ওয়ানডে জিতলেই ওয়ানডে সিরিজ জিতে যাবে ইংল্যান্ড। কিন্তু ইংল্যান্ডের জিম্বাবুইয়ান কোচের ভাবনায় সেটা আছে সামান্যই, ‘খোলামেলাভাবে বললে, ফিক্সিংয়ের অভিযোগ আমাদের টেস্ট সিরিজ জয়কে মূল্যহীন করে দিয়েছে, ওয়ানডে সিরিজকেও করছে। অবশ্য ক্রিকেটের দৃষ্টিকোণ থেকে বললে, এসব ঘটনা খেলাটার জন্য সত্যিই দুর্ভাগ্যজনক। আইসিসি পুরো ব্যাপারটার তলানিতে পৌঁছাতে পারবে, আমি শুধু এটুকুই আশা করতে পারি।’ একের পর এক বিতর্ক দুই দলের সম্পর্কেও প্রভাব ফেলছে বলে মনে করেন সাবেক জিম্বাবুয়ে অধিনায়ক, ‘আমি সব কিছু খোলাসা করতে চাই না, তবে এটুকু বলতে পারি সাম্প্রতিক ঘটনাগুলো দুই দলের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করবে।’
লর্ডসে আজ চতুর্থ ওয়ানডে জিতলেই ওয়ানডে সিরিজ জিতে যাবে ইংল্যান্ড। কিন্তু ইংল্যান্ডের জিম্বাবুইয়ান কোচের ভাবনায় সেটা আছে সামান্যই, ‘খোলামেলাভাবে বললে, ফিক্সিংয়ের অভিযোগ আমাদের টেস্ট সিরিজ জয়কে মূল্যহীন করে দিয়েছে, ওয়ানডে সিরিজকেও করছে। অবশ্য ক্রিকেটের দৃষ্টিকোণ থেকে বললে, এসব ঘটনা খেলাটার জন্য সত্যিই দুর্ভাগ্যজনক। আইসিসি পুরো ব্যাপারটার তলানিতে পৌঁছাতে পারবে, আমি শুধু এটুকুই আশা করতে পারি।’ একের পর এক বিতর্ক দুই দলের সম্পর্কেও প্রভাব ফেলছে বলে মনে করেন সাবেক জিম্বাবুয়ে অধিনায়ক, ‘আমি সব কিছু খোলাসা করতে চাই না, তবে এটুকু বলতে পারি সাম্প্রতিক ঘটনাগুলো দুই দলের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করবে।’
No comments