মাইকেল এসিয়েনের বিশ্বকাপ শেষ
শেষ মুহূর্ত পর্যন্তও দক্ষিণ আফ্রিকায় যাওয়ার স্বপ্নে ডুবে ছিলেন ঘানার মিডফিল্ডার মাইকেল এসিয়েন। কিন্তু বিধিবাম, ডান হাঁটুর ইনজুরিটা কেড়েই নিল তাঁর বিশ্বকাপ স্বপ্ন। ঘানার ফুটবল অ্যাসোসিয়েশন ও চেলসির চিকিত্সক দল যৌথভাবে তাঁর অবস্থা দেখে যে রিপোর্ট দিয়েছে, সেটাই ভেঙে দিয়েছে এসিয়েনের বুক। রিপোর্টে বলা হয়েছে, জুলাইয়ের শেষেও পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারবেন না এসিয়েন। অথচ ১৩ জুন সার্বিয়ার সঙ্গে ম্যাচ দিয়েই ঘানা শুরু করবে এবারের বিশ্বকাপ অভিযান। ঘানাইয়ান ফুটবল অ্যাসোসিয়েশনই নিশ্চিত করেছে এসিয়েন-ভক্তদের হূদয় ভেঙে দেওয়া এই খবরটি। ঘানা ও চেলসির ২৭ বছর বয়সী এই মিডফিল্ডার হাঁটুর ইনজুরিতে পড়েন গত জানুয়ারিতে, আফ্রিকান নেশনস কাপে খেলার সময়। সেই থেকেই মাঠের বাইরে তিনি।
এদিকে অনুশীলনের সময় সাইকেল থেকে পড়ে গিয়ে চিবুক কেটে গেছে জার্মান ফরোয়ার্ড টমাস মুলারের। তবে চোট খুব বেশি নয়, বিশ্বকাপ শুরু হওয়ার আগেই মুলার সেরে উঠবেন বলে আশা করছে জার্মান ফুটবল ফেডারেশন।
এদিকে অনুশীলনের সময় সাইকেল থেকে পড়ে গিয়ে চিবুক কেটে গেছে জার্মান ফরোয়ার্ড টমাস মুলারের। তবে চোট খুব বেশি নয়, বিশ্বকাপ শুরু হওয়ার আগেই মুলার সেরে উঠবেন বলে আশা করছে জার্মান ফুটবল ফেডারেশন।
No comments