পৃথিবীতে ফিরে এল নভোযান আটলান্টিস
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশযান আটলান্টিস গতকাল বুধবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) থেকে পৃথিবীতে ফিরে এসেছে। ফ্লোরিডার স্থানীয় সময় সকাল আটটা ৪৮ মিনিটে আটলান্টিস কেনেডি মহাকাশকেন্দ্রে অবতরণ করে।
১৪ মে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশে রওনা দেয় নভোযান আটলান্টিস। মহাকাশ স্টেশন ও কক্ষপথে প্রায় ১২ দিন থাকার পর ছয়জন নভোচারী নিয়ে মহাকাশযানটি পৃথিবীতে ফিরে এল।
এটাই আটলান্টিসের শেষ মিশন। তবে ভবিষ্যতে মহাকাশ মিশনে নভোচারীরা বিপদে পড়লে তাঁদের উদ্ধারে এটি ব্যবহার করা হবে।
আটলান্টিস ১৯৮৫ সালের ৩ অক্টোবর প্রথম মহাকাশ অভিযানে যায়। এরপর এ পর্যন্ত ৩২টি অভিযানে অংশ নেয়। এ জন্য আটলান্টিসকে কক্ষপথে থাকতে হয়েছে ২৯৪ দিন। আর এ সময়ে পাড়ি দিয়েছে ১৯ কোটি ৫০ লাখ কিলোমিটার পথ।
১৪ মে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশে রওনা দেয় নভোযান আটলান্টিস। মহাকাশ স্টেশন ও কক্ষপথে প্রায় ১২ দিন থাকার পর ছয়জন নভোচারী নিয়ে মহাকাশযানটি পৃথিবীতে ফিরে এল।
এটাই আটলান্টিসের শেষ মিশন। তবে ভবিষ্যতে মহাকাশ মিশনে নভোচারীরা বিপদে পড়লে তাঁদের উদ্ধারে এটি ব্যবহার করা হবে।
আটলান্টিস ১৯৮৫ সালের ৩ অক্টোবর প্রথম মহাকাশ অভিযানে যায়। এরপর এ পর্যন্ত ৩২টি অভিযানে অংশ নেয়। এ জন্য আটলান্টিসকে কক্ষপথে থাকতে হয়েছে ২৯৪ দিন। আর এ সময়ে পাড়ি দিয়েছে ১৯ কোটি ৫০ লাখ কিলোমিটার পথ।
No comments