নেহরু-এডুইনাকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ আপাতত হচ্ছে না
ভারতের সাবেক প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এবং ব্রিটিশ ভারতের সর্বশেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেনের স্ত্রী এডুইনার সম্পর্ক নিয়ে চলচ্চিত্র আপাতত হচ্ছে না। ভারত সরকারের চাপে শেষ পর্যন্ত ইন্ডিয়ান সামার চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা বাতিলই করে দিল প্রযোজক সংস্থা ইউনিভার্সাল স্টুডিও। খবর আনন্দবাজার পত্রিকার।
অ্যাটোনমেন্ট খ্যাত পরিচালক জো রাইটের এই চলচ্চিত্র পরিচালনা করার কথা ছিল। চলচ্চিত্রটিতে লর্ড মাউন্টব্যাটেনের ভূমিকায় ব্রিটিশ অভিনেতা হিউ গ্রান্ট, এডুইনার চরিত্রে ব্রিটিশ অভিনেত্রী কেট ব্লানচেট ও নেহরুর চরিত্রে ভারতীয় অভিনেতা ইরফান খানের অভিনয়ের কথা ছিল। রাইটের দাবি, ভারত চাইছিল ছবিতে নেহরু-এডুইনার সম্পর্কের বিষয়টা যতটা সম্ভব কম থাকুক। অথচ রাইটের মতে, ওই অংশটাই সবচেয়ে আকর্ষণীয়।
অ্যাটোনমেন্ট খ্যাত পরিচালক জো রাইটের এই চলচ্চিত্র পরিচালনা করার কথা ছিল। চলচ্চিত্রটিতে লর্ড মাউন্টব্যাটেনের ভূমিকায় ব্রিটিশ অভিনেতা হিউ গ্রান্ট, এডুইনার চরিত্রে ব্রিটিশ অভিনেত্রী কেট ব্লানচেট ও নেহরুর চরিত্রে ভারতীয় অভিনেতা ইরফান খানের অভিনয়ের কথা ছিল। রাইটের দাবি, ভারত চাইছিল ছবিতে নেহরু-এডুইনার সম্পর্কের বিষয়টা যতটা সম্ভব কম থাকুক। অথচ রাইটের মতে, ওই অংশটাই সবচেয়ে আকর্ষণীয়।
No comments