যুক্তরাষ্ট্রে হামলার ষড়যন্ত্রের অভিযোগে যুবক গ্রেপ্তার
একটি বিপণিবিতানে হামলার ষড়যন্ত্র করার অভিযোগে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের এক যুবককে অভিযুক্ত করেছেন যুক্তরাষ্ট্র সরকারের আইনজীবীরা। কর্মকর্তারা জানান, তারেক মেহান্না (২৭) নামের ওই যুবক ম্যাসাচুসেটসের সুদবারি এলাকার বাসিন্দা। গত বুধবার সন্ধ্যায় সেখানকার বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তারেকের বিরুদ্ধে অভিযোগ, জিহাদের পক্ষে প্রচারণা হিসেবে একটি ভিডিও টেপ সরবরাহ এবং অন্য ষড়যন্ত্রকারীর সঙ্গে মিলে এক বিপণিবিতানে হামলা চালানোর পরিকল্পনা করেছেন তিনি। খবর রয়টার্সের।
মার্কিন বিচার বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, স্বয়ংক্রিয় অস্ত্র জোগাড় করা এবং বিপণিবিতানে গুলি চালানোর পরিকল্পনা নিয়ে তারেক ও তাঁর সহযোগীর মধ্যে একাধিকবার আলাপ হয়েছে।
মার্কিন বিচার বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, স্বয়ংক্রিয় অস্ত্র জোগাড় করা এবং বিপণিবিতানে গুলি চালানোর পরিকল্পনা নিয়ে তারেক ও তাঁর সহযোগীর মধ্যে একাধিকবার আলাপ হয়েছে।
No comments