বিশ্বের দৃষ্টিনন্দন বিমানবন্দরের খেতাব এখন আবুধাবির

দৃষ্টিনন্দন স্থাপত্যশৈলীর কারণে বিশ্বের সবচেয়ে সুন্দর বিমানবন্দরের তকমা পেয়েছে আবুধাবির জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দর।

সম্প্রতি প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তরে অনুষ্ঠিত চলতি বছরের প্রিক্স ভার্সাইলেস ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড বিতরণী অনুষ্ঠানে ৪০০-এর বেশি প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করে এ বিমানবন্দর।

বিমানবন্দরটি সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠাতা প্রয়াত জাতির জনক শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের সম্মানে নামকরণ করা হয়। এই দৌড়ে মেক্সিকোর জুম্পাঙ্গোতে ফিলিপ অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দর দ্বিতীয় স্থানে রয়েছে।

র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা অন্য বিমানবন্দরগুলো হলো- চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-২ এবং ব্যাঙ্ককের সুবর্ণভূমি বিমানবন্দর, বোস্টনের লগান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনাল-ই এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কানসাস সিটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট।

সংযুক্ত আরব আমিরাতের দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর হিসেবে জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দর ২০২৩ সালে প্রায় ১ কোটি ৩৭ লাখ যাত্রী পরিসেবা দিয়েছে। বিমানবন্দরটি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর এবং কাতারের আঞ্চলিক প্রতিযোগী হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরের একটি গুরুত্বপূর্ণ ট্রাফিক নোড।

ইতিহাদ এয়ারওয়েজের প্রধান কেন্দ্র হলো জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দর। চলতি বছরের প্রথম ছয় মাসে কোম্পানিটি ৮৭ লাখ যাত্রী পরিবহন করেছে।

আবুধাবি বিমানবন্দরের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এলেনা সোর্লিনির মতে, যাত্রী সংখ্যা বৃদ্ধি থেকে আবুধাবির পর্যটন ও ভবিষ্যৎ বাণিজ্য সম্ভাবনা সম্পর্কে ধারণা পাওয়া যাচ্ছে।

জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি : সংগৃহীত
জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি : সংগৃহীত



No comments

Powered by Blogger.