কূটনৈতিক সম্পর্ক ছিন্ন : মীমাংসার চেষ্টা করছে কুয়েত!
উপসাগরীয় অঞ্চলের কূটনৈতিক সঙ্কট নিরসনে মধ্যস্ততার উদ্যোগ নিয়েছে। দেশটি কাতারের সাথে অন্য দেশগুলোর উত্তেজনা আর না বাড়াতে এবং সংযত থাকতে সব পক্ষের প্রতি আহ্বানো জানিয়েছে। কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল সানি আলজাজিরাকে বলেছেন, আঞ্চলিক সঙ্কট নিরসনে কাজ করছে কুয়েত। উপসাগরীয় অঞ্চলের ছয়টি আরব দেশ কাতারের সাথে কূটনৈতিক সম্পর্কচ্ছেদের ঘোষণা দিলে এই সঙ্কটের সৃষ্টি হয়। এই দেশগুলোর মধ্যে রয়েছে সৌদি আরব, মিসর, সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেন, বাহরাইন।
তারা সন্ত্রাসী এবং ইরানকে সমর্থন করার অভিযোগ এনেছে কাতারের বিরুদ্ধে। তাদের সাথে যোগ দিয়েছে মালদ্বীপ ও লিবিয়া। এসব দেশ কাতারের সাথে পরিবহন যোগাযোগও ছিন্ন করেছে। কাতারের পররাষ্ট্রমন্ত্রী বলেন, কুয়েতের শাসক শেখ সাবাহ আল আহমদ আল জাবের আল সাবাহ মঙ্গলবার ভোরে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানির সাথে কথা বলেছেন।
No comments