লন্ডনের দুই হামলাকারীর পরিচয় জানিয়েছে পুলিশ
লন্ডনে সন্ত্রাসী হামলা চালানো দুইজনের পরিচয় প্রকাম করেছে ব্রিটিশ পুলিশ। স্কটল্যান্ড ইয়ার্ড বলেছে, খুররম বাট নামের ২৭ বছর বয়সী প্রথম হামলাকারী পূর্ব লন্ডনের বারকিং এলাকায় বসবাস করত। পাকিস্তানি বংশোদ্ভূত এই বিবাহিত যুবক এক সন্তানের জনক ছিল। ব্রিটিশ পুলিশ দাবি করেছে, দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এমআই৫’র সন্দেহভাজন ব্যক্তিদের তালিকায় খুররমের নাম থাকলেও সে এরকম একটি হামলা চালিয়ে বসবে তা বুঝতে পারেনি ওই সংস্থা। অপর হামলাকারী লিবিয় বংশোদ্ভূত ৩০ বছর বয়সী রাশিদ রেদোয়ান। তার নামের বানান ফরাসি ভাষায় লেখা বলে মনে করা হচ্ছে। রেদোয়ানও লন্ডনের বারকিং এলাকায় বসবাস করত। শনিবার রাতে খুররম ও রেদোয়ান তৃতীয় আরেক ব্যক্তিকে সাথে নিয়ে লন্ডন ব্রিজ এলাকায় হামলা চালায়। তারা সাদা রঙের একটি কাভার্ড ভ্যান পথচারীদের ওপর চালিয়ে দেয় এবং পরবর্তীতে নিকটবর্তী বারো মার্কেট এলাকায় ছুরিকাঘাতে কয়েকজনকে হত্যা করে। তাদের হামলায় মোট সাত ব্যক্তি নিহত হয় এবং পুলিশ গুলি করে তিন হামলাকারীকে হত্যা করে। শনিবার রাতের সন্ত্রাসী হামলায় আহত ৩৬ জন এখনো হাসপাতালে ভর্তি রয়েছেন। যাদের মধ্যে ১৮ জনের অবস্থা আশঙ্কাজনক। ওই দুই হামলাকারীর পরিচয় প্রকাশের পর লন্ডন পুলিশের হাতে আটক সন্দেহভাজন ১২ ব্যক্তির সবাইকে কোনো চার্জ গঠন ছাড়াই ছেড়ে দেয়া হয়েছে। রোববার লন্ডনের বার্কিং এলাকা থেকে ওই সাত নারী ও পাঁচ পুরুষকে আটক করেছিল ব্রিটিশ পুলিশ।
No comments