হবু স্বামীর কোলেই নিভে গেল প্রাণপ্রদীপ
খুব শিগগির গাঁটছড়া বাঁধার কথা ছিল ক্রিস্টিন আরচিবল্ড ও টেইলার ফার্গুসনের। বিয়ের আগে এই হবু দম্পতি ঘুরতে গিয়েছিলেন যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের বোরো মার্কেট এলাকায়। কে জানত, সেদিনই তারা আলাদা হয়ে যাবেন চিরকালের মতো। সেদিন রাতে হঠাৎ হামলা হয় লন্ডনে। দ্রুতগতিতে ভ্যানগাড়ি চালিয়ে এসে তিন হামলাকারী চাপা দেয় লন্ডন ব্রিজের ওপরে থাকা পথচারীদের। তারপর তারা যায় নিকটবর্তী বোরো মার্কেট এলাকায়। ভ্যান থেকে নেমে সাধারণ মানুষের ওপর এলোপাতাড়ি ছুরি চালাতে থাকে তিন হামলাকারী। তাদের ছুরির প্রথম শিকার হন ক্রিস্টিন।
দ্য ইনডিপেনডেন্ট জানায়, ছুরির আঘাতে গুরুতর আহত হন ক্রিস্টিন। লুটিয়ে পড়েন হবু স্বামী ফার্গুসনের কোলে। ভালোবাসার মানুষটির কোলে মাথা রেখেই শেষ হয় ক্রিস্টিনের মৃত্যুযন্ত্রণা। টেইলারের বোন ক্যাসি ফার্গুসন কানাডার সিবিসি নিউজকে জানান, ওই ঘটনার পর ভেঙে পড়েছেন তার ভাই। তিনি নিজ চোখে ক্রিস্টিনকে মারা যেতে দেখেছেন। টেইলারের কোলেই মারা যান তিনি। এতে ফার্গুসন ভেঙে লাখো টুকরায় পরিণত হয়েছেন। ক্রিস্টিনের পরিবার এক বিবৃতিতে বলেছে, সুন্দরী, প্রিয়তম কন্যা ও বোনের মৃত্যুতে তারা শোকে বিহ্বল।
No comments