অল্পের জন্য রেকর্ড মিস হলো তামিমের
সেঞ্চুরি থেকে মাত্র পাঁচ রান দূরে থাকতেই সাজঘরে ফিরলেন তামিম। এ নিয়ে তিনবার ওয়ানডেতে ৯৫ রানে আউট হন তিনি। তবে এবার আক্ষেপটা যেন একটু বেশিই তামিমের কারণ পাঁচ রানের সাথে সাথে মর্যাদার একটি রেকর্ড থেকে বঞ্চিত হয়েছেন এই বাঁহাতি ওপেনার। বিশ্বকাপের পর মর্যাদার দিক থেকে দ্বিতীয় সেরা টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফিতে টানা দুই ম্যাচে সেঞ্চুরি আছে সাকুল্যে সাতজন ক্রিকেটারের। এরা হলেন- সাইদ আনোয়ার (২০০০), সৌরভ গাঙ্গুলি (২০০০), হার্শেল গিবস (২০০২), উপুল থারাঙ্গা (২০০৬), ক্রিস গেইল (২০০৬), শেন ওয়াটসন (২০০৯), শিখর ধাওয়ান (২০১৩)।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে নিজের নামের পাশে আর পাঁচটি রান যোগ করলেই এই তালিকার অষ্টম ক্রিকেটার হিসেবে নাম লেখাতেন তামিম। এমন মোক্ষম সুযোগ আর কোনো বাংলাদেশী ব্যাটসম্যান কবে পাবেন, তা যথেষ্ট ভাবনার বিষয়! এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি করতে বাংলাদেশী ব্যাটসম্যানদের দুর্বোধ্যতাও অব্যাহত রইল। কার্ডিফে ঐতিহাসিক ম্যাচে মোহাম্মদ আশরাফুলের সেঞ্চুরির পর আর কোনো বাংলাদেশী ক্রিকেটারই অসিদের বিপক্ষে সেঞ্চুরি করতে পারনেনি। সেঞ্চুরির ঠিক আগমুহূর্তে তামিমের ভুল শটে আত্মাহুতি সেই ধারাবাহিকতা বজায় রেখে স্মিথদের মুখে হাসিই ফুটালো।
No comments