বেনাপোলে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ
যশোরের বেনাপোল বন্দর এলাকা থেকে সোমবার রাতে কাগজপত্রবিহীন এক ট্রাক ভারতীয় গার্মেন্টস ও ইমিটেশন জুয়েলারি জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। জব্দকৃত মালামালের মূল্য অর্ধকোটি টাকা বলে কাস্টমস সূত্রে জানা গেছে। বেনাপোল কাস্টমস কমিশনার শওকাত হোসেন জানান, গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, বেনাপোল বন্দরের ২৯ নম্বর সেড থেকে একটি কভার ভ্যানে ভারতীয় থ্রিপিস ও ইমিটেশন জুয়েলারি বোঝাই করে বন্দর এলাকায় অবস্থান করছে, যার সাথে কাস্টমস থেকে খালাসকৃত কোনো ডকুমেন্টস নেই। এ ধরনের সংবাদের মাধ্যমে কাস্টমসের স্পেশাল এসাইনমেন্ট গ্রুপ (স্যাগ) এর সুপারিনটেনডেন্ট আব্দুল্লা আল মানুনের নেতৃত্বে বন্দর এলাকা থেকে ঢাকা মেট্রো ট-১৪-৭২৩৩ নম্বরের একটি কভার ভ্যান জব্দ করা হয়। এসময় গাড়িতে রক্ষিত মালামালে কোনো কাগজপত্র পাওয়া যায়নি। পরে গাড়ি থেকে বিপুল পরিমাণ ভারতীয় থ্রিপিস, ইমিটেশন জুয়েলারি ও কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়েছে। আলিফ এন্টারপ্রাইজ নামে একটি ট্রান্সপোর্ট বন্দরের ২৯ নম্বর সেড থেকে মালামাল লোড করেন। তবে মালামালের প্রকৃত মালিকের সন্ধান পাওয়া যায়নি। ট্রাকের ড্রাইভার হেলপার ও স্কটকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
No comments