আজও খেলছেন না সাকিব
মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নেমেছে কলকাতা নাইট রাইডার্স, তবে বাংলাদেশের দর্শকদের হতাশ করে দলটি আজো মাঠে নামায়নি টাইগার অল রাউন্ডার সাকিব আল হাসানকে। ভ্রমণ ক্লান্তির কারণে গুজরাট লায়ন্সের বিপক্ষে কলকাতার প্রথম ম্যাচে ছিলেন না তিনি। শ্রীলঙ্কা থেকে উড়ে যাওয়ায় ওই ম্যাচে তার না খেলাটা একরকম নিশ্চিতই ছিল।তবে আজ তাকে দলে আশা করেছিলো সবাই। গুজরাটের বিপক্ষে ১০ উইকেটে জয় পাওয়া ম্যাচটির একাদশে থাকা চার বিদেশী ক্রিকেটারের কাউকে বাইরে পাঠাননি গৌতম গম্ভীর। ক্রিস লিন, ক্রিস ওকস, সুনীল নারিল ও ট্রেন্ট বোল্টকে নিয়ে সাজিয়েছেন তার একাদশ। যাদও একমাত্র লিন ছাড়া বাকিদের কোন আহামরি পারফরম্যান্স ছিলো না। মাঠে নামার জন্য লকাতার পরের ম্যাচের অপেক্ষায় থাকতে হবে বিশ্বসেরা অলরাউন্ডারকে। কলকাতার পরের ম্যাচ ১৩ এপ্রিল, কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে।
No comments