নির্বাচনে অগ্নিগর্ভ কাশ্মীর, নিহত ৮
উপনির্বাচন ঘিরে অগ্নিগর্ভ ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর। রোববার রাজনৈতিক সহিংসতায় অন্তত ৮ জন নিহত এবং পুলিশসহ দেড় শতাধিক আহত হয়েছেন।
সহিংসতার পর কাশ্মীরের ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয়া হয়েছে। নির্বাচন শেষ
না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। খবর এনডিটিভি, হিন্দুস্তান
টাইমসের। রোববার শ্রীনগর লোকসভান উপনির্বাচনে ভোট শুরুর পর পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। পরে এ সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
এক পর্যায়ে নিরাপত্তা বাহিনী জনতার ওপর গুলি চালালে ৮ জন নিহত হন। বহু
সাধারণ মানুষ এবং শতাধিন আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্য আহত হন। তবে
জনতার ওপর গুলি ছোড়ার কথা অস্বীকার করেছে স্থানীয় পুলিশ। পরে গুজব এবং রাষ্ট্রের জন্য হুমকি ঠেকাতে শ্রীনগর, বাডগাম ও গন্ডারবাল জেলায় মধ্যরাত থেকে ইন্টারনেট বন্ধ করে দেয়া হয়।
সরকারি সূত্রের দাবি, পাকিস্তানভিত্তিক একটি গ্রুপ সোশ্যাল মিডিয়া ব্যবহার
করে নির্বাচন নিয়ে ভুয়া তথ্য ছড়াচ্ছে। এ কারণে জাতীয় নিরাপত্তা স্বার্থে
ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে। এদিকে, সহিংসতার পরিপ্রেক্ষিতে কাশ্মীরের অনেক বিচ্ছিন্নতাবাদী নেতা এই ভোট বর্জনের আহ্বান জানিয়েছেন।
No comments