সাকিবের অভাব টের পেয়েছে কলকাতা
শেষ ২৪ বলে দরকার ছিলো ৬০ রান। মুম্বাই ইন্ডিয়ান্সের তরুণ ব্যাটসম্যান নীতিশ রানার ঝড়ো ব্যাটিং সেই সমীকরণ সহজ করে দলকে জয় এনে দিয়েছে ঘরের মাঠে। ফলে এক বল বাকি থাকতেই কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে জয় তুলে নিয়েছে রোহিত শর্মার দল। কলকাতার দেয়া ১৭৯ রানের টার্গেট তাড়া করার পথে নীতিশ ২৯ বলে ৫০ রান করে আউট হলেও শেষ দিকে পেসার হারদিক পান্ডিয়ার ১১ বলে ২৯ রানের ঝড়ে দল জয় পায়।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে মানিশ পান্ডের ৪৭ বলে ৮১ রানে ভর করে ৭ উইকেটে ১৭৮ রান তুলেছে সাকিববিহীন কলকাতা। বড় সংগ্রহ গড়েও রানের চাকা আটকাতে না পারায় ম্যাচ হারতে হয়েছে তাদের। তাই বোলার সাকিবের অভাব ভালোই বোধ করেছে গৌতম গম্ভীরের দল।
No comments