তিন মেয়ে হত্যায় বাবার মৃত্যুদণ্ড
কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালীতে নিজ হাতে তিন কন্যাসন্তানকে গলা কেটে হত্যার দায়ে বাবা আব্দুল গণিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে কক্সবাজার জেলা জজ মীর শফিকুল আলম এ রায় দেন। এ সময় একমাত্র আসামি আব্দুল গণি আদালতে উপস্থিত ছিলেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন পিপি অ্যাডভোকেট দিলীপ কুমার বড়ুয়া। আর আসামির পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আবুল কালাম আজাদ।
উল্লেখ্য, ২০১৫ সালের ১৪ মে রাত ৩টার দিকে চকরিয়ার বদরখালী ইউনিয়নের ২ নং
ওয়ার্ডের ১ নং ঘোনার চৌধুরীপাড়ায় বাবার হাতে তিন শিশু সন্তান হত্যার
মর্মান্তিক এ হত্যাকাণ্ড ঘটে। নিহত তিন কন্যা সন্তান হল- আয়েশা সিদ্দিকা চম্পা, শিরো জান্নাত শিউলি ও তহুরা জান্নাত বেলী। তাদের বাবা আব্দুল গণি পেশায় দিনমজুর। তিনি পরকিয়ায় আসক্ত হয়ে এ নারকীয় কাণ্ড ঘটান বলে স্থানীয়রা জানান।
No comments