উল্লাপাড়ায় ট্রাকচাপায় মা-মেয়ে নিহত
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকচাপায় মা ও মেয়ে নিহত হয়েছেন। এ সময় বাবা গুরুতর আহত হয়েছেন। সোমবার সকালে বগুড়া-নগরবাড়ি সড়কের উল্লাপাড়া উপজেলার নেওয়ারগাছা কোল্ডস্টোরের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন চায়না রানী পাল ও মেয়ে তুলি রানী পাল। আহত সংকর কুমার পালকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, নাটোর থেকে সকালে স্ত্রী ও মেয়েকে নিয়ে মোটরসাইকেলে কর্মস্থল শাহজাদপুর ডিগ্রি কলেজে যাচ্ছিলেন পরিসংখ্যান বিভাগের প্রভাষক সংকর কুমার পাল। সকাল সাড়ে ৯টার দিকে নেওয়ারগাছার কোল্ডস্টোরের নিকট পৌঁছলে পেছন থেকে একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সংকরের স্ত্রী চায়না রানী পাল ও মেয়ে তুলি রানী পাল মারা যান। নিহত চায়না রানী পাল পরিবার পরিকল্পনা বিভাগে শাহজাদপুরে চাকরি করেন।
No comments