শেখ হাসিনার প্রশংসায় সোনিয়া গান্ধী
সন্ত্রাস
দমনে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সরকারের দৃঢ় অবস্থানের প্রশংসা করেছেন
ভারতের বিরোধী দল কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী। তিনি বলেছেন, শক্ত
হাতেই সন্ত্রাস দমন করা দরকার। রোববার বিকালে ভারতের রাষ্ট্রপতি ভবনে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন সোনিয়া। ভারতের সাবেক
প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং কংগ্রেসের সাধারণ সম্পাদক রাহুল গান্ধীও এ
সময় উপস্থিত ছিলেন। আধা ঘণ্টার বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব
ইহসানুল করিম সেখানকার আলোচনা সম্পর্কে সাংবাদিকদের জানান। ভারতের
ক্ষমতাসীন দল বিজেপির সঙ্গে রাজনৈতিক মতভেদ থাকলেও বাংলাদেশের সঙ্গে
সম্পর্কের বিষয়ে তারা একমত বলে বৈঠকে উল্লেখ করেন সোনিয়া গান্ধী।
বাংলাদেশ ও ভারতের মধ্যে স্থলসীমা চুক্তি বাস্তবায়নের প্রশংসা করে তিনি বলেন, কংগ্রেস সরকারের সময়েই এ বিষয়ে উদ্যোগ নেয়া হয়। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রশংসা করেন কংগ্রেস নেত্রী। বাংলাদেশের অর্থনৈতিক ও আর্থসামাজিক উন্নয়নের নানা দিক নিয়ে এ সময় আলোচনা হয়। সন্ত্রাস দমনে বাংলাদেশ সরকারের বিভিন্ন পদক্ষেপ নিয়েও আলোচনার হয় এ সময়। বৈঠকে শেখ হাসিনার সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ও ভারতের মধ্যে স্থলসীমা চুক্তি বাস্তবায়নের প্রশংসা করে তিনি বলেন, কংগ্রেস সরকারের সময়েই এ বিষয়ে উদ্যোগ নেয়া হয়। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রশংসা করেন কংগ্রেস নেত্রী। বাংলাদেশের অর্থনৈতিক ও আর্থসামাজিক উন্নয়নের নানা দিক নিয়ে এ সময় আলোচনা হয়। সন্ত্রাস দমনে বাংলাদেশ সরকারের বিভিন্ন পদক্ষেপ নিয়েও আলোচনার হয় এ সময়। বৈঠকে শেখ হাসিনার সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহ উপস্থিত ছিলেন।
No comments