কলম্বিয়ায় দলত্যাগী বিদ্রোহীদের হামলায় সৈন্য নিহত
কলম্বিয়ায় ফার্কের দলত্যাগী সদস্যদের হামলায় এক সৈন্য নিহত ও অপর চারজন আহত হয়েছে। দেশটির কর্তৃপক্ষ একথা জানিয়েছে। দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় গুয়াভিয়ার অঞ্চলে এ ঘটনা ঘটে। সৈন্যদের গাড়ি লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়। বিবৃতিতে আরো বলা হয়, ‘এই হামলায় এক সৈন্য প্রাণ হারিয়েছে এবং একজন নন-কমিশন্ড সেনা অফিসার ও দুজন সৈনিক আহত হয়েছে।’ বিবৃতিতে জানানো হয়, এই ঘটনায় নিখোঁজ আরো এক সৈন্যকে আহত অবস্থায় পাওয়া গেছে। তাকে চিকিৎসা দেয়া হচ্ছে। প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্টোস টুইটারে জানান, হামলায় চার সৈন্য আহত হয়েছে।
No comments