মতিঝিলে বিডিবিএল ভবনে আগুন
রাজধানীর
মতিঝিলে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) ভবনে অগ্নিকাণ্ড
ঘটেছে। সোমবার সকাল সোয়া ৬টার দিকে ভবনটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার
সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে এসে আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত
করেছেন।
তিনি জানান, সোমবার সকাল সোয়া ৬টার দিকে ২৪ তলা ওই ভবনের ২০ তলায়
আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সেখানে তাদের ৭টি ইউনিট পৌঁছে আধা
ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ২০ তলার কোনো একটি কক্ষে বৈদ্যুতিক
শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করছে দমকল বাহিনী। তবে এতে
কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এছাড়া তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা
যায়নি বলে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ওই কর্মকর্তা জানান।
No comments