'কুছ তো মিলা'
দিল্লিতে ইন্ডিয়া ফাউন্ডেশনের সংবর্ধনা অনুষ্ঠানে দেয়া ভাষণে ইংরেজির সঙ্গে হিন্দিতেও কথা বলেছেন সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আলোচিত তিস্তা চুক্তি নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রসঙ্গ টেনে শেখ হাসিনা বলেন, ‘দিদিকি সাথ বাত হুয়ি। পানি মাঙ্গা মাগার ইলেকট্রিসিটি তো মিলা। কুছ তো মিলা।’ (দিদির সঙ্গে তিস্তা নিয়ে কথা হয়েছে। পানি না পেলেও বিদ্যুৎ তো পেলাম। কিছু তো পেলাম।) সোমবার ইন্ডিয়া ফাউন্ডেশনের দেয়া সংবর্ধনায় এক পর্যায়ে লিখিত বক্তব্যের বাইরে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যত দ্রুত সম্ভব তিস্তার সমাধান করতে তার সরকারের আন্তরিক আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেছেন। এটি হলে দু'দেশের সম্পর্ক আরও একটি রূপান্তরের মাধ্যমে নতুন পর্যায়ে পৌঁছাবে।' শেখ হাসিনা বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন। সেটির ওপর আমরা ভরসা রাখছি।’ ইন্ডিয়া ফাউন্ডেশনের আয়োজনে ওই অনুষ্ঠানে ভারতের সাবেক উপপ্রধানমন্ত্রী এল কে আদভানিও উপস্থিত ছিলেন। এদিকে চার দিনের সফর শেষে বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের উদ্দেশে নয়াদিল্লি ছাড়বেন। রাত ৮টা নাগাদ প্রধানমন্ত্রীর ঢাকা ফেরার কথা রয়েছে।
No comments