ফিলিপাইনের মধ্যাঞ্চলে ভূমিকম্প
ফিলিপাইনের মধ্যাঞ্চলীয় সামার প্রদেশের উত্তরাঞ্চলে সোমবার সকালে ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৫.৪। ফিলিপাইনের ইনস্টিটিউট অব ভলকানোলোজি অ্যান্ড সিসমোলোজি একথা জানিয়েছে। ইনস্টিটিউট জানায়, স্থানীয় সময় সকাল ৮টা ৪৩ মিনিটে সামার প্রদেশের উত্তরাঞ্চলের মাপানাসের উত্তরপূর্বে ২৭ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। পাশের রেইতে, সোরসোগোন ও আলবেই প্রদেশেও কম্পন অনুভূত হয়।
No comments