ঐশী রহমানকে হাইকোর্টে হাজির
রাজধানীতে স্ত্রীসহ পুলিশের পরিদর্শক
মাহফুজুর রহমান হত্যা মামলার ডেথ রেফারেন্সের শুনানিতে (মৃত্যুদণ্ড
অনুমোদন) তাঁদের সন্তান ঐশী রহমানকে হাইকোর্টে হাজির করা হয়েছে। আজ সোমবার
সকাল পৌনে ১০টার দিকে ঐশীকে আদালতে হাজির করা হয়। সকাল সাড়ে ১০টায় বিচারপতি
জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত
হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি হওয়ার সময় ধার্য রয়েছে। গত ৩ এপ্রিল
হাইকোর্ট ঐশী রহমানকে আজ ১০ এপ্রিল আদালতে হাজির করতে নির্দেশ দিয়েছিলেন।
আইজি প্রিজনের প্রতি এই নির্দেশ দেয়া হয়েছিল। ঐশীর করা আপিল ও ডেথ
রেফারেন্সের ওপর শুনানিকালে আদালত ওই আদেশ দেন। পর্যবেক্ষণের জন্য ঐশীকে
আদালতে হাজির করতে বলা হয়। ২০১৩ সালের ১৬ আগস্ট রাজধানীর মালিবাগের ফ্ল্যাট
থেকে মাহফুজুর রহমান ও তাঁর স্ত্রীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়। পরদিন
মাহফুজের ভাই মশিউর রহমান এই ঘটনায় পল্টন থানায় হত্যা মামলা করেন। ওই দিনই
ঐশী পল্টন থানায় আত্মসমর্পণ করেন। ২০১৪ সালের ৯ মার্চ পুলিশের গোয়েন্দা
শাখার (ডিবি) পরিদর্শক মো. আবুল খায়ের মাতুব্বর আলোচিত এই মামলার
অভিযোগপত্র দেন। মামলায় ২০১৫ সালের ১২ নভেম্বর ঢাকার দ্রুত বিচার
ট্রাইব্যুনাল রায় দেন। রায়ে ওই দম্পতির মেয়ে ঐশীকে মৃত্যুদণ্ড ও তাঁর বন্ধু
মিজানুর রহমানকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়।, একই বছরের ১৯ নভেম্বর
নিম্ন আদালতের রায়সহ নথিপত্র হাইকোর্টে আসে। পরে তা ডেথ রেফারেন্স হিসেবে
নথিভুক্ত হয়। ওই বছরের ৬ ডিসেম্বর খালাস চেয়ে হাইকোর্টে আপিল করেন ঐশী। মৃত্যুদণ্ডাদেশের রায় অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হিসেবে হাইকোর্টে আসে, যা ডেথ রেফারেন্স মামলা হিসেবে পরিচিত।
এসবের শুনানির পূর্বপ্রস্তুতি হিসেবে অগ্রাধিকার ভিত্তিতে এই মামলার
পেপারবুক (মামলাবৃত্তান্ত) প্রস্তুত করা হয়। এরপর সংশ্লিষ্ট বেঞ্চ তা
শুনানির জন্য আসে।
No comments