উ. কোরিয়াকে বার্তা দিতে সিরিয়ায় হামলা : টিলারসন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেছেন, সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে উত্তর কোরিয়া প্রতি বার্তা দেয়া হয়েছে বলে ধরে নিতে হবে। এ বার্তা যে কোনো দেশ গ্রহণ করতে পারে বলেও জানান তিনি। তিনি বলেন, বার্তাটি হলো, যদি কেউ আন্তর্জাতিক নিয়ম, চুক্তি লঙ্ঘন করে এবং প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না করে, অন্যের জন্য হুমকি হয়ে দেখা দেয়া তবে এক পর্যায়ে তার জবাব দেয়ার ব্যবস্থা করা হবে। গতকাল মার্কিন চ্যানেল এবিসি’র ‘দিস উইকে’ এ সব কথা বলেন তিনি। উত্তর কোরিয়া প্রসঙ্গে তিনি বলেন, এ ক্ষেত্রে আমেরিকা কোরিয়া উপদ্বীপকে পরমাণু মুক্ত করতে পরিষ্কারভাবে চায়। গত শুক্রবার সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় হোমস প্রদেশের আশ-শাইরাত বিমান ঘাঁটিতে এ হামলা চালানো হয়ে।
মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার ইএসএস রোজ ও ইউএসএস পোর্টার থেকে এ ঘাঁটি লক্ষ্য করে প্রায় ৬০টি টমাহক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এ হামলা হয়েছে। যখন খোদ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এ আগ্রাসনের বিরোধিতা হচ্ছে তখন ট্রাম্পের নির্দেশের সমর্থনে আমেরিকান সংবাদ মাধ্যমে উপস্থিত হলেন টিলারসন। জাতিসঙ্ঘ এবং মার্কিন নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে উত্তর কোরিয়া পরমাণু এবং ক্ষেপণাস্ত্র পরীক্ষা অব্যাহত রেখেছে। গত বছর দু’টোসহ এ পর্যন্ত পাঁচ দফা পরমাণু বোমার পরীক্ষা করেছে উত্তর কোরিয়া। গত সপ্তাহে জাপান সাগরে সর্বশেষ দফা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে দেশটি। সূত্র : ওয়েবসাইট
No comments