নিজেই বল চেয়ে নিয়ে তিন উইকেট, মহানায়ক রশিদ
সুরেশ রায়না। ব্রেন্ডন ম্যাকালাম। অ্যারন ফিঞ্চ। রোববারের আগে পর্যন্ত আইপিএলে তিনজনের মিলিত রান ছিল ৭৯৫৪। গতকাল হায়দরাবাদের উপ্পল স্টেডিয়ামে তিনজনই আফগানিস্তানের লেগস্পিনার রশিদ খানের শিকার হলেন। গুজরাত লায়ন্সকে ৯ উইকেটে হারিয়ে দু’ম্যাচে চার পয়েন্ট হয়ে গেল গতবারের চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দরাবাদের। চার ওভার হাত ঘুরিয়ে মাত্র ১৯ রান দিয়ে তিনটি উইকেট তুলে নিলেন রশিদ। যিনি রোবার নিজেই বল চেয়ে নিয়েছিলেন অধিনায়ক ডেভিড ওয়ার্নারের কাছে। আইপিএলে খেলা প্রথম আফগান ক্রিকেটারের ভয়ডরহীন মানসিকতা দেখে উচ্ছ্বসিত অস্ট্রেলীয় তারকাও। গুজরাতকে হারিয়ে উঠে ওয়ার্নার বলে দিলেন, ‘‘র্যাশ-কে (দলে রশিদের ডাকনাম) কৃতিত্ব দিতেই হবে। আমি ওকে প্রথম ছয় ওভারে ব্যবহার করার কথা ভাবছিলাম।
তখন ও নিজেই এসে বলল, আমাকে বল দাও। ও একজন মহাতারকা হওয়ার পথে এগিয়ে চলেছে। আমাদের দলকে আরো শক্তিশালী করে তুলেছে।’’ হায়দরাবাদের জয়ের নায়ক রশিদকেই ম্যাচের সেরা ক্রিকেটার বেছে নেয়া হয়েছে। রশিদ বলেছেন, ‘‘আফগানিস্তানের সমস্ত ক্রিকেটারের কাছে এটা খুব ইতিবাচক বার্তা।’’ দুই ম্যাচে পাঁচ উইকেট নিয়ে পার্পল ক্যাপের মালিক রশিদ বলেছেন, ‘‘এখানকার (পড়ুন ভারতের) মানুষ আমাকে প্রচুর ভালবাসা, সমর্থন দিয়েছেন। সানরাইজার্স দলের সদস্য হতে পেরে ভাল লাগছে। কোচ এবং ক্যাপ্টেন বলেছিলেন যখন স্বাচ্ছন্দ্য বোধ করব, তখনই বল করতে। আমি ওদের বলে দিয়েছিলাম যেখানে প্রয়োজন আমি বল করতে প্রস্তুত।’’ প্রথমে ব্যাট করে গুজরাত তুলেছিল ১৩৫/৭। ২৭ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায় হায়দরাবাদ। ওয়ার্নার ৪৫ বলে ৭৬ রান করেছেন।
No comments