সাকিববিহীন কলকাতার হার
আইপিএলে কলকাতা নাইট রাইডার্সকে চার উইকেটে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। এ ম্যাচেও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান কলকাতার মূল একাদশে জায়গা পাননি। কলকাতার ৭ উইকেটে করা ১৭৮ রানের জবাবে খেলতে নেমে হার্দিক পান্ডিয়ার ১১ বলে অপরাজিত ২৯ রানের অনবদ্য ইনিংসে এক বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাইয়ের রানা মাত্র ২৯ বলে ৫০ রান করেন। এছাড়া ওপেনার পার্থিব প্যাটেল ৩০ ও বাটলার ২৮ রান করেন। কলকাতার পক্ষে অংকিত রাজপুত ৩৭ রানে তিন উইকেট শিকার করেন।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে মনীষ পান্ডের ৪৭ বলে অপরাজিত ৮১ রানের রাজসিক ইনিংসের ওপর ভর করে ১৭৮ রান সংগ্রহ করে। মনীষ পান্ডের ইনিংসটি ছিল পাঁচটি চার ও পাঁচটি ছক্কায় সাজানো। এছাড়া ২৪ বলে ৩২ রান করেন ওপেনার ক্রিস লিন। মুম্বাইয়ের পক্ষে প্রথম খেলতে নামা লাসিথ মালিঙ্গা ৩৬ রানে দুটি এবং কেএইচ পান্ডিয়া ২৪ রানে তিনটি উইকেট নেন। ম্যান অব দ্য ম্যাচ হন বিজয়ী দলের রানা।
No comments