শেখ হাসিনার হাতের রান্না খেতে চাইলেন মমতা
বাংলাদেশে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতের রান্না খাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বাংলাদেশে এসে ‘পেটভরে ভাত খাওয়ার’ কথা বলেছেন। রোববার রাতে ভারতের রাষ্ট্রপতি ভবনে প্রণব মুখার্জির আমন্ত্রণে শেখ হাসিনার সম্মানে আয়োজিত নৈশভোজে অংশ নেন মমতা ব্যানার্জি। এরপর সেখান থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তার এই ইচ্ছার কথা জানান মমতা। রাষ্ট্রপতি ভবন থেকে বেরিয়ে সাউথ এভিনিউয়ে দলীয় সংসদ সদস্য মুকুল রায়ের বাড়ির সামনে সাংবাদিকদের মুখোমুখি হন মমতা। তিনি বলেন, নৈশভোজের অনুষ্ঠান খুব ভালো হয়েছে।
এ সময় সাংবাদিকেরা জানতে চান সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কথা হয়েছে কিনা? এ প্রশ্নের উত্তরে মমতা বলেন, ‘শেখ হাসিনা আমি খেয়েছি কিনা তা জানতে চান। আমি বললাম, আমি বিশেষ কিছু খাই না। তবে বাংলাদেশে গিয়ে পেটভরে ভাত খাব।’ এ সময় তিনি (মমতা) প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতের রান্না খাওয়ার ইচ্ছাও প্রকাশ করেন। মমতা বলেন, এ সময় শেখ হাসিনাও তাকে নিজ হাতে রান্না করে খাওয়ানোর কথা বলেন। উত্তরে মমতাও তাকে রান্না করে খাওয়াতে চান।
No comments