২ সন্তানের বেশি থাকলে মিলবে না সরকারি চাকরি
ভারতে দুই সন্তান নীতি নিয়ে রাজস্থানের পর এবার নীতি নির্ধারণ করল আসামও। আপনার যদি খুব কম বয়সে বিয়ে হয় এবং দুই সন্তান থাকে, তাহলে কোনোভাবেই আপনি অাসামে সরকারি চাকরির জন্য উপযুক্ত বলে বিবেচিত হবেন না। আসাম সরকারের নতুন নীতি অনুযায়ী বিয়ের জন্য ন্যূনতম বয়স হওয়া বাধ্যতামূলক। একমাত্র তাহলেই সরকারি পরিষেবা ও চাকরি জুটতে পারে ভাগ্যে। এই রাজ্যে বিজেপি ক্ষমতায় রয়েছে। মনে করা হচ্ছে, অাসামের বাংলাভাষী মুসলমান উদ্বাস্তু পরিবারগুলোর জন্ম নিয়ন্ত্রণের জন্যই এই নতুন নীতি গ্রহণ করা হয়েছে। ২০১১ সালের জনগণনা বলছে, অাসামের মোট জনসংখ্যা ৩ কোটি ১০ লক্ষের বেশি। ২০০১ সালে মুসলমান জনসংখ্যা যেখানে ৩০.৯ শতাংশ ছিল, সেখানে একদশকে তা বেড়ে ৩৪.২ শতাংশ হয়েছে। এদিকে হিন্দুদের জনসংখ্যা ৬১.৪৭ শতাংশ রয়েছে। অাসামের ৯টি জেলা মুসলমান অধ্যুষিত বলেও জানা গেছে। অাসাম সরকারের নতুন নীতি অনুযায়ী বাল্যবিয়েতে সাজার পরিমাণ ২ থেকে ৪ বছর কারাদণ্ড করা হয়েছে। এমন নানা নিয়ম তৈরি করে তা বলবৎ করার আগে জনতার মতামত চাওয়া হয়েছে। যারা নিয়ম মেনে জীবন অতিবাহিত করবেন তাদের জন্য সরকারের পক্ষ থেকে নানা অতিরিক্ত সুযোগসুবিধা দেওয়ারও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া
No comments